শেষ আপডেট: 2nd August 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষা সামগ্রিকভাবে বাতিলের প্রয়োজন নেই। প্রশ্নফাঁস গোটা দেশজুড়ে হয়নি, কিছু আঞ্চলিক ভিত্তিতে হয়েছে। পরীক্ষার শুদ্ধতা নিয়ে কোনও বিধি লঙ্ঘন হয়নি। পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস হয়েছে বলে মনে করে না শীর্ষ আদালত। তবে ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে রায়ে শুক্রবার নিয়ামক সংস্থা এনটিএ-কে ভর্ৎসনা করে। সর্বোচ্চ আদালত এদিনের রায়ে বলেছে, কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি উভয়কেই ভবিষ্যতে আর যাতে নিট পরীক্ষা নিয়ে এমন অভিযোগ না ওঠে, সে ব্যাপারে নিশ্চিত করার বিষয়ে সজাগ থাকতে হবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ এদিন এই রায় দিয়েছে। বেঞ্চ বলেছে, প্রশ্নপত্র সংরক্ষণের স্ট্রংরুমের গোপনীয়তা ও নিরাপত্তা এবং গ্রেস মার্কস দেওয়া নিয়ে কোনও বাহানা দেখানো যাবে না।
এবারে যা ঘটেছে তা নিয়ে এনটিএকে দায় এড়ালে চলবে না। ভর্ৎসনার সুরে একথা জানিয়ে বেঞ্চ বলে, তারা ঠিকমতো কাজ করেনি এটা বোঝা গিয়েছে। স্ট্রংরুমের পিছনের দরজা খোলা থাকা কিংবা গ্রেস মার্কস দেওয়া, যার ফলে ৪৪ নম্বর বাড়তি পেয়ে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়ে যাওয়া সমস্ত বিষয় আছে। এনটিএ-র কমিটিকে এগুলি চিহ্নিত করতে হবে এবং এইসব ত্রুটি সংশোধন করা জরুরি, রায়ে বলেছে সর্বোচ্চ আদালত।
যদিও সুপ্রিম কোর্ট মনে করে, পরিকল্পিত বা ব্যবস্থাগত কোনও গোপনীয়তা ফাঁস হয়নি। হাজারিবাগ এবং পাটনা ছাড়া দেশের আর কোনও জায়গা থেকে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত নয় বলে এবছরের গোটা প্রবেশিকা পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত।