Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভিন রাজ্যে বাংলা বললেই 'বাংলাদেশি'! ওড়িশায় আটকে বাংলা শ্রমিক, হাইকোর্টে মামলা‘কেউ আটকাতে পারবে না’ গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর, কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতাভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রা
COVID-19 vaccine and sudden death

কোভিড টিকা আচমকা মৃত্যুর কারণ হতে পারে না, হৃদরোগ ও জিনগত সমস্যাই আসল কারণ, দাবি কেন্দ্রের

স্বাস্থ্য মন্ত্রকের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হঠাৎ অজানা কারণে হওয়া মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দুটি গবেষণা চালানো হয়—একটি ICMR ও অপরটি AIIMS-এর তরফে।

কোভিড টিকা আচমকা মৃত্যুর কারণ হতে পারে না, হৃদরোগ ও জিনগত সমস্যাই আসল কারণ, দাবি কেন্দ্রের

হঠাৎ মৃত্যু ও কোভিড টিকা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 2 July 2025 06:38

দ্য ওয়াল ব্যুরো: দেশে ১৮–৪৫ বছর বয়সিদের হঠাৎ মৃত্যুর একটা প্রবনতা দেখা যাচ্ছে। যা নিয়ে প্রতিবারই নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে। কয়েকদিন আগেই শেফালি জরিওয়ালার মৃত্যুর পরে আবারও চর্চায় এসেছে নতুন একটা কারণ। কোভিড টিকা নেওয়ার পরেই নাকি মৃত্যুর হার বেড়েছে। এবার এই জল্পনার অবসান ঘটাল ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর গবেষণায় স্পষ্ট হয়েছে, হঠাৎ মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কোনও সরাসরি যোগ নেই।

দুই গবেষণার ফলাফল

স্বাস্থ্য মন্ত্রকের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হঠাৎ অজানা কারণে হওয়া মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দু'টি গবেষণা চালানো হয়—একটি ICMR ও অপরটি AIIMS-এর তরফে।

প্রথম গবেষণা করেছে ICMR-এর ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি (NIE)। ‘Factors associated with unexplained sudden deaths among adults aged 18–45 years in India’ শীর্ষক এই গবেষণা ২০২৩ সালের মে থেকে আগস্ট পর্যন্ত চলে দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি তৃতীয় স্তরের হাসপাতালে। ১৮ থেকে ৪৫ বছর বয়সি সুস্থ মানুষজন, যাঁরা অকস্মাৎ মৃত্যুবরণ করেছেন, তাঁদের তথ্য খতিয়ে দেখা হয়। এই গবেষণায় প্রমাণিত হয়েছে—কোভিড টিকা নেওয়ার ফলে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ে না।

দ্বিতীয় গবেষণা চলছে AIIMS-এ

‘Establishing the cause in sudden unexplained deaths in young’ দ্বিতীয় গবেষণা এখনও চলছে, এটি করছে দিল্লির এইমস, ICMR-এর সহায়তায়। এই গবেষণার প্রাথমিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ১৮–৪৫ বছর বয়সিদের হঠাৎ মৃত্যুর মূল কারণ হার্ট অ্যাটাক (মায়োকার্ডিয়াল ইনফার্কশন)। আগের বছরের তুলনায় মৃত্যুর কারণের ধরণে কোনও বড় পরিবর্তন দেখা যায়নি। অনেক ক্ষেত্রে জিনগত ত্রুটিই হঠাৎ মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে।

এই দুই গবেষণায় উঠে এসেছে, হঠাৎ মৃত্যুর পেছনে প্রধানত দায়ী হতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরের ভিতরের সমস্যা বা জিনগত প্রবণতা। টিকা নেওয়ার সঙ্গে এ ধরনের মৃত্যুর সরাসরি কোনও সম্পর্ক নেই। গবেষকরা বলছেন, টিকা সম্পূর্ণ নিরাপদ, এর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি ছড়ালে সাধারণ মানুষের মধ্যে টিকা-নিয়ে দ্বিধা বাড়বে। কোভিড মহামারির সময়ে টিকা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। তাই ভুল তথ্য ছড়িয়ে জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।


ভিডিও স্টোরি