শেষ আপডেট: 9th October 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: চলতি আর্থিকবর্ষে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে দশমবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই খবরে বুধবার মহাষষ্ঠীর সকাল থেকেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। সেনসেক্স বেড়েছে ৬০০ পয়েন্ট এবং নিফটির উত্থান ঘটেছে ২৫,২০০।
একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক এদিনই চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। তবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে অশনি সংকেত দিয়ে বলেছে, ভূরাজনৈতিক পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে জ্বালানি সরবরাহে ঘাটতি আসতে পারে। খনিজ তেলের আরও মূল্যবৃদ্ধির আশঙ্কার আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরবিআইয়ের আর্থিক নীতি রূপায়ণ কমিটি বা এমপিসি-র তিনদিনের পর্যালোচনা বৈঠক শেষ হয়েছে। তাতে রেপো রেট ৬.৫ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বুধবার জানান, রেপো রেট আবার অপরিবর্তিত থাকছে।
রেপো রেট হল একটি সুদের হার, যার ভিত্তিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেটের পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষভাবে ব্যাঙ্কের প্রদত্ত সুদের হার এবং ঋণের সুদের হারেও অদলবদল ঘটে। রেপো রেট স্থায়ী বা অপরিবর্তিত থাকলে ঋণগ্রহীতাদের প্রদত্ত সুদের হার গণনা একই থেকে যায়।
যার ফলে গৃহঋণ, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণ, নির্দিষ্ট হারে ঋণের ক্ষেত্রেও সুদের হার একই থেকে যাবে। শক্তিকান্ত দাস একইসঙ্গে ইউপিআই পেমেন্টের লেনদেনের পরিমাণও বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ইউপিআইকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে ইউপিআই ওয়ান টু থ্রি পেমেন্টের ঊর্ধ্বসীমা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। ইউপিআই লাইট ওয়ালেট সীমাও ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।