শেষ আপডেট: 31st July 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট নিয়ে ইন্ডিয়া জোট সহ বিরোধী দলগুলি যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করছে, তখন বিজেপির অন্দরমহল থেকেই পুনর্বিবেচনার আর্জি উঠল। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নীতিন গড়করি জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন নির্মলার কাছে। একটি চিঠিতে গড়করি এই আর্জি জানিয়ে নির্মলাকে জানিয়েছেন, তিনি যেন সাধারণ মানুষের কথা ভেবে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় প্রযোজ্য জিএসটি তুলে নেন।
গড়করি লিখেছেন, নাগপুর ডিভিশনাল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন এপ্লয়িজ ইউনিয়নের কাছ থেকে পাওয়া এক স্মারকলিপির ভিত্তিতেই তিনি এই অনুরোধ জানাচ্ছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী নীতিন বলেছেন, ইউনিয়নের তরফে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তুলে ধরা হয়েছে। যাতে সাধারণ মানুষের উপর থেকে অনেকখানি করের বোঝা লাঘব হবে।
জীবনবিমা ও স্বাস্থ্যবিমা প্রকল্পগুলি ও বার্ষিক প্রিমিয়ামে ১৮ শতাংশ হারে জিএসটি যুক্ত হয়। এই জিএসটি প্রত্যাহার করা হলে জীবনের অনিশ্চিয়তার উপর কর মকুব করা হবে বলে অনুরোধপত্রে লিখেছেন গড়করি।
তাঁর কথায়, সংগঠন জানিয়েছে যে মানুষ তাঁর জীবনের অনিশ্চয়তার মুখ থেকে পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যে জীবনবিমা করেন, তাঁর উপরে কর চাপিয়ে দিলে সেই জীবনও অনিশ্চয়তার দরজার মাথা ঠুকবে। একইভাবে স্বাস্থ্যবিমাতেও ১৮ শতাংশ হারে জিএসটি প্রত্যাহার সামাজিক দিক দিয়ে প্রয়োজন। অতএব, সংগঠন দুই ক্ষেত্রেই জিএসটি প্রত্যাহার বা মকুবের কথা স্মারকলিপিতে উল্লেখ করেছে।
ওই স্মারকলিপির দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রাক্তন সভাপতি গড়করি লিখেছেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যাতে বিষয়টি বিবেচনা করা যায়। এর ফলে শুধু বয়স্ক নাগরিকরাই নন, অসংখ্য বিমার অন্তর্ভুক্ত মানুষ উপকৃত হবেন।