শেষ আপডেট: 27th January 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিকে পা রাখতে চলেছেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। নীতীশের পার্টি জনতা দল ইউনাইটেড এবং বিজেপি সুত্রের খবর, হোলির পর পুরোদস্তুর রাজনীতিতে গা ভাসাতে চলেছেন নিশান্ত। চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভার নির্বাচন। তার আগে নিশান্তের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মুখে মুখে প্রশ্ন ঘুরছে, পু্ত্র নিশান্তকেই কি বাবার জায়গায় মুখ্যমন্ত্রী মুখ করা হবে।
দেশের বহু রাজ্যের মতো বিহারের রাজনীতিতে পরিবারতন্ত্রের রমরমা। লালুপ্রসাদ যাদবেব গোটা পরিবার রাষ্ট্রীয় জনতা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। আরজেডির জাতীয় সভাপতি লালু প্রসাদ হালে পুত্র তেজস্বীর হাতে বাড়তি ক্ষমতা অর্পণ করেছেন। প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পারসনাথ এবং ছেলে চিরাগ পৃথক দুটি দলের সভাপতি।
সেই জায়গায় ৭০ বছর বয়সি নীতীশ কুমার ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। ছেলে নিশান্তকে রাজনীতির ত্রিসীমানায় দেখা যায়নি এতকাল। বিহারের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশের শপথ অনুষ্ঠানেও দেখা মেলেনি নিশান্তের। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছর পঞ্চাশের নিশান্ত একটি বেসরকারি কোম্পানির উঁচু পদে চাকরি করেন।
তাছাড়া নরেন্দ্র মোদীর মতো নীতীশও বরাবর রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরোধিতা করে এসেছেন। বস্তুত পরিবারের কাউকে রাজনীতিতে না আনায় প্রধানমন্ত্রী মোদী একাধিকবার নীতীশের প্রশংসা করেছেন। নীতীশ যাঁকে রাজনীতির গুরু মানেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর ছিলেন পরিবারবাদের ঘোর বিরোধী। সেই নীতীশ কুমারের ছেলেকে রাজনীতিতে আনার সিদ্ধান্তকে তাই আর এক ডিগবাজি হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।
যদিও নীতীশের দলের একাধিক নেতার দাবি, পার্টিই নিশান্তকে রাজনীতিতে আনতে নেতার কাছে আর্জি জানিয়েছিল। দল মনে করছে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তির নেতার নীতীশের পুত্র রাজনীতিতে এলে জেডিইউ লাভবান হবে। কারণ নীতীশ নানা অসুখে ভুগছেন।
নিশান্তের রাজনীতিতে যোগদানের জল্পনা শুরু গত মাসের ১৮ তারিখ পাটনার অদূরে বক্তিয়ারপুরে এক স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ অনুষ্ঠানে নীতীশের পাশে নিশান্তের উপস্থিতি ঘিরে। মঞ্চ থেকে নেমে নিশান্ত সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা বিহারের চেহারা বদলে দিয়েছেন। বদনাম ঘুঁচেছে রাজ্যের। রাজ্যবাসীর উচিত ফের তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে জয়যুক্ত করা।’ নিজের রাজনীতিতে যোগদান নিয়ে বলেছিলেন, ‘অপেক্ষা করুন। দেখুন কী হয়।’ জেডিইউ সূত্রের খবর, নীতীশ সবুজ সংকেত দিয়েছেন।