নির্মলা সীতারামন-দ্রৌপদী মুর্মু
শেষ আপডেট: 1st February 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা দিতে যাওয়ার আগে এক ছটাক চিনি দেওয়া দই খাওয়ায়াটাই বিধেয়। আর সনাতন ভারতের এই মঙ্গলবোধ আজ ধরা দিল সংসদে। টানা অষ্টমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিজের হাতে দই-চিনি খাওয়ালেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরীক্ষায় যাতে সসম্মানে উত্তীর্ণ হন নির্মলা, পাশাপাশি দেশের তামাম জনতাও যাতে কোনও আর্থিক জটিলতার সম্মুখীন না হন, দেখা না দেয় নতুন কোনও বিতর্ক—এই শুভ কামনাই যেন দ্রৌপদীর আচরণে ধরা দিল।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজেটের খুঁটিনাটি আলোচনা করছিলেন নির্মলা। পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি। তখনই তিনি এক চামচ দই-চিনি অর্থমন্ত্রীর মুখে বাড়িয়ে দেন। জানান শুভেচ্ছা।
প্রতিবারের মতো এবারও বিদূষী, শীলিত সাজে ধরা দিয়েছেন নির্মলা। সামনে বিহার নির্বাচন। তাই রাজনীতির অঙ্ক মাথায় রেখেই সম্ভবত ঐতিহ্যবাহী মধুবনী শাড়িতে ধরা দেন তিনি। ক্রিমরঙা শাড়ি। সোনালি সুতোর কাজ। লাল রঙের ব্লাউজ। হাতে প্রতিবারের মতো ট্যাব। লাল রঙের কেসে পোরা। এই ট্যাব দেখেই বাজেট বিবৃতি পেশ করবেন নির্মলা।
উল্লেখ্য, ব্রিটিশ জমানায় কেতাদুরস্ত সুটকেসে ফাইলপত্র এনে বাজেট পেশ করা হত। ১৮৬০ সালে ব্রিটিশ চ্যান্সেলার উইলিয়াম গ্ল্যাডস্টোন লাল রঙের লেদার সুটকেস হাতে পার্লামেন্টে প্রবেশ করতেন। সেখানেই ভরা থাকত সমস্ত ফাইল। সেই ফাইল দেখে তিনি বাজেট ঘোষণা করতেন।
এই ধারা এরপর দীর্ঘকাল অনুসৃত হয়। অরুণ জেটলি থেকে পীযুষ গোয়েল প্রত্যেকেই ব্রিটিশ জমানার ধারা মেনে এসেছেন। গোড়ায় নির্মলাও তাই অনুসরণ করতেন। ২০১৯ সাল থেকে তাতে ছেদ পড়ে। রাশভাতি সুটকেসের জায়গায় স্থান করে নেয় ডিজিটাল ইন্ডিয়ার প্রতীক ইলেকট্রনিক ট্যাবলেট। এবারও তার অন্যথা হল না।