নিজস্ব ছবি
শেষ আপডেট: 1st February 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থমন্ত্রী হিসাবে সংসদে অষ্টম বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তাঁর সরকার। গত বছর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল এই বাজেটে কেন্দ্রের 'বিহার-প্রীতি'।
নতুন বিমানবন্দর, পাটনা এয়ারপোর্ট সংস্করণ থেকে মাখানা বোর্ড- বাজেটে বিহারের জন্য উপচে পড়ল 'উপহার'।
বাজেটে 'বিহার-প্রীতি'র ইঙ্গিত পাওয়া গিয়েছিল যখন অর্থমন্ত্রী অত্যন্ত দুরস্ত অথচ বিদূষী সাজে সংসদে হাজির হলেন। লক্ষ্য করার মতো ব্যাপার হল এদিন তাঁর পরনে ছিল একটি সুন্দর ক্রিম রঙা মধুবনী শাড়ি। যাতে ছিল সোনালি সুতোর কাজ। তার সঙ্গে কনট্রাস্ট কালারের লাল ব্লাউজ।
মধুবনী আর্ট হল বিহারের মিথিলার একান্ত নিজস্ব শিল্পকৃতি। যে শিল্পে থাকে প্রকৃতি ও ভারতীয় পুরাণের গল্পগাথা। মধুবনী এই শিল্পকৃতিটি পদ্মশ্রী প্রাপক দুলারি দেবীর তৈরি। যিনি ২০২১ সালে পদ্ম সম্মানে ভূষিত হয়েছিলেন। নির্মলা যখন মিথিলা আর্ট ইনস্টিটিউটে একটি ঋণ প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন, তখনই তাঁর সঙ্গে পরিচয় হয় দুলারি দেবীর। তিনি নির্মলাকে এই শাড়িটি উপহার দিয়ে বাজেটের দিন পরার অনুরোধ জানিয়েছিলেন।
প্রতিবারই নির্মলার শাড়িতে নান্দনিকতা ও ভারতীয় সমাজ-সংস্কৃতি ও কৃষ্টির এক ধারাবাহিক পরিচয় ফুটে ওঠে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। শুধু রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় কেবল 'বিহার প্রীতি' যোগ হল।
এই তত্ত্ব আরও স্পষ্ট হল যখন অর্থমন্ত্রী ঘোষণা করলেন, বিহারের মানুষের জন্য মাখনা বোর্ড তৈরি করা হবে বলে জানালেন। সঙ্গে এও জানান, এই উদ্যোগের লক্ষ্য, রাজ্যে মাখনার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন বৃদ্ধি করা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, "বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের এফপিও হিসেবে সংগঠিত করা হবে। এই বোর্ড মাখানা কৃষকদের সহায়তা এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে।"
এর পাশাপাশি অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, আইআইটি-কে বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে বিহারের পটনায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্ষমতা বাড়ানো হবে। এর মধ্যে আরও সাড়ে ৬ হাজার ছাত্রের থাকার জন্য পাঁচটি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে।
গরিবদের উন্নতির উদ্যোগ হিসাবে সরকার যেভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে জোর দিয়েছে তার ওপর এদিন জোর দেন নির্মলা সীতারামন। ঘোষণা করেন, "এই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে বিহারে National Institute of Food Technology, Entrepreneurship, and Management-এর প্রতিষ্ঠা করা হবে। কারণ কেন্দ্র ইস্টার্ন রিজিয়নে খাদ্য প্রক্রিয়াকরণ কার্যকলাপে প্রসার ঘটাতে চাইছে।
অর্থমন্ত্রীর কথায়, "এই উদ্যোগ দু'ভাবে সুবিধা দেবে। প্রথমত, উৎপাদিত পণ্যের মূল্য যোগ করে কৃষকদের উপার্জন বৃদ্ধি করবে এবং দ্বিতীয়ত, অঞ্চলের যুবকদের মধ্যে দক্ষতা, উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।"
বিশ্লেষকরা মনে করছেন, আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার আগে শরিকদলকে খুশি করতেই রাজ্যকে ঢেলে ভরানোর চেষ্টা করল মোদী সরকার।