শেষ আপডেট: 1st February 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থমন্ত্রী হিসাবে সংসদে অষ্টম বার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তাঁর সরকার। গত বছর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।
বিশেষজ্ঞরা মনে করেছিল এই বাজেটে মহিলাদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প এবং সুযোগসুবিধা আনবে কেন্দ্রীয় সরকার। তবে বাস্তবে নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, মহিলা উদ্যোগপতিদের আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
২০২৪-২৫ সালের বাজেটে মহিলা ও নাবালিকা কন্যা উন্নয়নে নির্মলা ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। যদিও দেশের জনসংখ্যার ৪৮ শতাংশ মহিলা হলেও গড় জাতীয় উৎপাদনের মাত্র ১৮ শতাংশ ভাগীদারি রয়েছে নারীশক্তির। যা অন্যান্য উন্নত দেশের তুলনায় প্রায় কিছুই নয়। একটি সমীক্ষায় প্রকাশ, চাকরি ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে জিডিপিতে ৩০ শতাংশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে।
কিন্তু, ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে নতুন ঘটনা এই যে, প্রথমবার যে নারীরা উদ্যোগপতি হিসাবে আসছেন তাঁদের সহযোগিতার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, "প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন"।
দেশ বর্তমানে বেকারি সংক্রান্ত সমস্যায় জর্জরিত। অর্থনীতি বিশেষজ্ঞদের বিশ্বাস যে সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে নতুন নতুন নীতি গ্রহণের মাধ্যমে চাকরি সৃষ্টি করা যায়। বিশেষত মহিলা ও যুব সম্প্রদায়ের ক্ষেত্রে। আজকের বাজেটে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের জন্য যে ঘোষণা করা হল, তা বেকারি সমস্যা হোক বা নতুন কর্মসংস্থানের প্রসার, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মত পর্যবেক্ষকদের।