শেষ আপডেট: 1st February 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: টানা অষ্টমবার বাজেট ঘোষণা করে কার্যত একটি রেকর্ড গড়ে ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এর আগে তিনি যে রেকর্ড করেছিলেন তা এবার বাজেট-ভাষণে ভাঙতে পারলেন না অর্থমন্ত্রী। বাজেট ঘোষণায় এবার খুব বেশি সময় ব্যয় করেননি তিনি। ৭৭ মিনিটের মধ্যেই বাজেট ঘোষণা সম্পন্ন করেছেন নির্মলা সীতারামন।
২০১৯ সালে প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। সেটা ছিল দ্বিতীয় দীর্ঘকালীন বাজেট-ভাষণ। সময় লেগেছিল ২ ঘণ্টা ১৭ মিনিট! সেবার জল খাওয়ার জন্যও বিরতি নেননি অর্থমন্ত্রী। সেই তুলনায় চলতি বাজেট ভাষণে অনেক কম সময় নিয়েছেন তিনি। গতবারের তুলনাতেও কম সময় ব্যয় করেছেন নির্মলা।
কোন বছর কত সময় নিয়েছেন অর্থমন্ত্রী
২০২৪ - বাজেট পেশে নির্মলা সীতারামন সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ২৫ মিনিট
অন্তর্বর্তী বাজেট - ৫৬ মিনিট! এটাই অর্থমন্ত্রীর সবচেয়ে কম সময়ের বাজেট ভাষণ
২০২৩ - বাজেট পেশ করতে অর্থমন্ত্রী সময় নিয়েছিলেন ৮৭ মিনিট
২০২২ - ৯২ মিনিটে বাজেট ভাষণ সম্পন্ন করেছিলেন নির্মলা সীতারামন
২০২১ - ১ ঘণ্টা ৪০ মিনিটে ভাষণ শেষ করেছিলেন সীতারামন। এটাই ছিল ভারতের প্রথম পেপারলেস বাজেট। বই-খাতা স্টাইলের ব্যাগে ট্যাব নিয়ে বাজেট পেশ করেছিলেন তিনি।
২০২০ - ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন বাজেট-ভাষণ এই বছরই দিয়েছিলেন নির্মলা সীতারামন। সেই ভাষণ ছিল ২ ঘণ্টা ৪১ মিনিটের। ভাষণ দিতে দিতে অসুস্থও হয়ে পড়েছিলেন নির্মলা। তারপর চিনি আর জল খেয়ে আবার ভাষণ দেওয়া শুরু করেছিলেন তিনি।