শেষ আপডেট: 24th July 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটে বাংলা বঞ্চিত বলে মঙ্গলবারই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ বসার আগে-পরে বিরোধী সাংসদের মধ্যে তৃণমূলের সদস্যরাও বিহার ও অন্ধ্রপ্রদেশকে খুশি করার বাজেট করা হয়েছে বলে সরব হন। রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলতে উঠলে বিরোধীরা প্রতীকি বয়কট করেন। তার আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড্গে মন্তব্য করেন, দেশের বাজেট এবার বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য তৈরি করা হয়েছে।
পরে বিরোধী সাংসদেরা সভায় ফিরে এলে নির্মলা তৃণমূল সাংসদদের উদ্দেশে বলেন, ‘মঙ্গলবার আপনারা অভিযোগ করেছেন, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। কী স্পর্ধা আজ আপনারা আমার জবাব চাইছেন!’ এরপরই উত্তেজিত কণ্ঠে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাকে গত দশ বছরে মোদীজি অনেক দিয়েছেন। কিন্তু কাজের কাজ হয়নি। টাকা খরচ হয় না!’ প্রসঙ্গত, বঙ্গ বিজেপির নেতারাও এই কথাই সারা বছর বলে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকী নিজের রাজ্যকে টাকা না দিতে একাধিকবার দিল্লিতে গিয়ে দরবার করেছেন।
নির্মলার কথায় তেড়েফুঁড়ে উঠে জবাব দেন তৃণমূলের মৌসম নূর। নির্মলাকে তিনি বলেন, বিহারের বন্যা প্রতিরোধে আপনি প্যাকেজ দিয়েছেন। পাশেই বাংলার মালদহ। সেখানে প্রতি বছর বন্যা লেগে থাকে। আপনি বাংলার বন্যা প্রতিরোধে এক পয়সা দেয়নি। মৌসম ফরাক্কা ব্যারেজ প্রসঙ্গও তোলেন। বলেন, ব্যারেজের আশপাশে ভাঙন অব্যাহত। ভারত সরকার নির্বিকার।
নির্মলা অবশ্য আর কথা বাড়াননি। বাজেট নিয়ে বিরোধীরা যে রুদ্রমূর্তি ধারণ করবে সংসদ অধিবেশন শুরুর আগেই টের পাওয়া গিয়েছিল। বুধবার সংসদ শুরুর আগেই তুমুল প্রতিবাদে শামিল হয় বিরোধী দলগুলি। বেলা ১১’টায় সংসদ শুরুর কিছুক্ষণ পরেই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা।
নিয়ম হল লোকসভায় বাজেট পেশ করার পরদিন অর্থমন্ত্রী রাজ্যসভায় গিয়ে বাজেটের কপি পেশ করেন। বুধবার এই আনুষ্ঠানিক পর্ব শেষ হওয়ার পরই বিরোধীরা ওয়াকআউন করেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, এবার দেশ নয়, বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য বাজেট করা হয়েছে। এমন বৈষম্য সৃষ্টিকারী বাজেট নিয়ে আলোচনা করা যায় না।
জবাবে উঠে দাঁড়ান অর্থমন্ত্রী নির্মলা। তিনি বলেন, বাজেটে সব রাজ্যর নাম উল্লেখ করা কি সম্ভব? বিরোধীদের অভিযোগ, বিজেপি ও তাদের শরিক দল শাসিত রাজ্যগুলিকে বাজেটে বঞ্চিত করা হয়েছে। সীতারমন জবাবে বলেন, বাজেট ভাষণে আমি কি মহারাষ্ট্রের কথা বলেছি? ওই রাজ্যে ক্ষমতায় কোন দল? মহারাষ্ট্রের জন্য বাজেটে ৭৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। নির্মলা আরও প্রশ্ন তোলেন, কংগ্রেসের অর্থমন্ত্রীরা কি সব রাজ্যের নাম বাজেট ভাষণে উল্লেখ করতেন।