শেষ আপডেট: 6th January 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ছত্তীসগড়ের। সোমবার বিজাপুরে সিআরপিএফ জওয়ানদের গাড়ি লক্ষ্য করে মাওবাদী হামলা চলে বলে বলে খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় আট জওয়ান এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকেই।
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, এদিন দুপুর ২:১৫ নাগাদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি এসইউভি গাড়িতে চেপে কুতরু এলাকার দিকে যাচ্ছিলেন। আচমকাই ঘটে যায় বিস্ফোরণ।
জানা যাচ্ছে, এদিন দুপুরে বিজাপুরে নিরাপত্তা বাহিনীর দলটি তল্লাশি অভিযান সেরে ফেরার সময় তাঁদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। কুতরু থানার আম্বেলি গ্রামের কাছে এই বিস্ফোরণ হয়। হামলায় নিহতদের মধ্যে ৮ জন ডিআরজি জওয়ান এবং একজন চালক রয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।
ছত্তিশগড়ের দক্ষিণ আবুজমাদে শনিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনীর পোশাক পরা অবস্থায় চার মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে খবর। সোমবার সকালে এলাকায় তল্লাশি চালানোর সময় আরও এক মাওবাদীর দেহ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের মধ্যে দুই মহিলাও রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গুলির লড়াইয়ে দান্তেওয়াড়া ডিআরজি-এর হেড কনস্টেবল শহিদ হন।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালীন তাদের কাছ থেকে একাধিক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে এ.কে. ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল অন্তর্ভুক্ত ছিল। এই অভিযান থেকে প্রমাণিত হয়েছে যে মাওবাদী গোষ্ঠী এখনও অত্যন্ত সজ্জিত এবং তারা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে।