শেষ আপডেট: 10th March 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই নববধূকে (Newly Married Wife) শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাম জন্মভূমি অযোধ্যায় (Ayodhya)।
পুলিশ সূত্রে খবর, অযোধ্যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত সাদাতগঞ্জ এলাকার বাসিন্দা প্রদীপ শনিবারই এলাকার বাসিন্দা শিবানীকে বিয়ে করেন। শনিবার বিকেলেই প্রদীপদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আচার অনুষ্ঠান শেষের পর অতিথিরা সবাই চলে গেলে নবদম্পতি নিজেদের ঘরে যান বলে খবর।
সবকিছু ঠিক থাকলেও রবিবার সকালে তাঁদের ডাকতে গিয়ে শ্বশুরবাড়ির লোকরা দেখতে পান, ভিতর থেকে তাঁদের ঘরের দরজা বন্ধ। এরপর ডাকাডাকি করে সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙেই পরিবারের সদস্যরা ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে তাঁদের। বিছানায় শিবানীর মৃতদেহ নজরে আসে তাঁদের।
অন্যদিকে, সিলিং ফ্যানে প্রদীপের দেহ ঝুলে থাকতে দেখা যায়। এরপর এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় পুলিশকে। তবে কী কারণে নববিবাহিত দম্পতির এমন পরিণতি হল তা নিয়ে চিন্তা বাড়ছে।
তদন্তকারীদের অনুমান, আত্মহত্যার আগে নতুন বউকে খুন করেছেন স্বামী প্রদীপ, কারণ ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে দরজা ভেঙে সেখানে কেউ যায়নি। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কিন্তু আচমকা কেন এমন কাণ্ড ঘটালেন প্রদীপ তা বুঝে উঠতে পারছে না পুলিশ।
ইতিমধ্যে তদন্তে নেমে পরিবারের লোকজনদের পাশাপাশি স্থানীয় ও শিবানীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে তল্লাশি চালিয়ে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।