শেষ আপডেট: 11th February 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে ইতিমধ্যেই পদপিষ্টের মতো বড় ঘটনা ঘটে গেছে। একাধিকবার অগ্নিকাণ্ডও হয়েছে। তবে মানুষ আতঙ্কিত হলেও ভিড় কমছে না প্রয়াগরাজে বরং উত্তরোত্তর তা বাড়ছে। পরিস্থিতি এমন যে ৩০০ কিমি লম্বা ট্রাফিক জ্যামও দেখে নিয়েছে বিশ্ব। এই অবস্থায় বুধবার আবার মাঘি পূর্ণিমা। তাই আরও বেশি মাত্রায় ভিড় হওয়ার আভাস পেয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার পর ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়িতে নিষেধাজ্ঞা জারি করেছিল যোগী সরকার। মাঘি পূর্ণিমার আগে কার্যত একই পন্থা নেওয়া হল তবে এবার আরও কড়াকড়ি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টে থেকেই নতুন নিয়ম লাগু হয়ে গেছে প্রয়াগরাজে। কী কী নয়া নিয়ম চালু হয়েছে মেলা চত্বরে?
সরকারের তরফে জানানো হয়েছে, মেলা চত্বরে কোনও গাড়ি প্রবেশ করানো যাবে না। দু-চাকা থেকে চার-চাকা, সব গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে। এদিকে ভক্তরা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলির পার্কিং নিয়েও নতুন নিয়ম চালু করা হয়েছে। গোটা প্রয়াগরাজ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিন বিকেল ৫টার পর থেকে শহরে বাইরের জেলা বা রাজ্য থেকে আসা গাড়ি ঢুকতে দেওয়া হবে না। মাঘি পূর্ণিমার পুণ্য তিথি শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।
প্রচুর ভক্তরা ইতিমধ্যেই দাবি করেছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা রাগ প্রকাশ করে বলেছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। যেদিকে দুচোখ যায়, শুধু গাড়ির পর গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। কোনও দিকে নড়ার উপায় নেই।
উত্তরপ্রদেশের কাটনি থেকে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩০০ কিমি। সেই রাস্তা পুরো গাড়ি ও মানুষজনে ভরে রয়েছে। মধ্যপ্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্য থেকে জোড়া সড়কগুলির সবকটিই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে রবিবার থেকে। রাস্তায় পুলিশ ভ্যান নিয়ে মধ্যপ্রদেশ প্রশাসন বিভিন্ন জায়গায় মাইকিং করছে। জনসাধারণ ও ভক্তদের প্রয়াগমুখী না হওয়ার জন্য বারবার করে অনুরোধ জানাচ্ছে।