শেষ আপডেট: 15th February 2025 21:34
দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টা আগেই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে ওই ব্যাঙ্ক থেকে এক টাকাও তুলতে পারবেন না গ্ৰাহকরা। এবার বড়সড় আর্থিক জালিয়াতির অভিযোগ উঠতেই গ্রেফতার করা হল মুম্বইয়ের নিউ ইন্ডিয়া ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজারকে।
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক থেকে ১২২ কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে হিতেশ প্রবীণ মেহতা নামের প্রাক্তন জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে। জানা গিয়েছে, গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্বে ছিলেন তিনি। সে সময়েই দু'টি শাখার অ্যাকাউন্ট থেকেই তিনি বিপুল টাকা সরিয়েছেন বলে অভিযোগ।
২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়। পুলিশের সন্দেহ, হিতেশ প্রবীণ ছাড়াও এই জালিয়াতিতে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছেন। দাদর পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ৩১৬ (৫) এবং ৬১ (২) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ইকোনমিক অফেন্স উইং ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে কীভাবে এত বড় মাপের জালিয়াতি হল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত তা খুঁজে দেখার কাজ চলছে।
আগে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে অনিয়মের কারণে রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের কার্যক্রমের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। আরবিআইয়ের এমন নির্দেশের পর নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক গ্রাহকদের কোনও ঋণ দিতে পারবে না এবং গ্রাহকদের কাছ থেকে আমানতও গ্রহণ করতে পারবে না। এমন সিদ্ধান্তের পরেই গ্রাহকদের মধ্যে হুলুস্থুল পড়ে গিয়েছে।
২০২৪ সালের মার্চ পর্যন্ত এই ব্যাঙ্কে ২৪৩৬ কোটি টাকা জমা ছিল। ফিক্সড ডিপোজিট ইনসিওরেন্স স্কিমে আমানতকারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা দাবি করার অধিকার রয়েছে। আমানতকারীদের ব্যাঙ্কে এনিয়ে আবেদন করতে বলা হয়েছে।
নিউ কো-অপারেটিভ ব্যাঙ্কের মুম্বইয়ের আন্ধেরি, বান্দ্রা, বোরিভালি, চেম্বুর, ঘাটকোপার, গিরগাঁও, গোরেগাঁও, নরিমান পয়েন্ট, কান্দিভালি, মালাদ, মুলুন্ড, সান্তা ক্রুজ এবং ভারসোভায় শাখা রয়েছে। মুম্বই ছাড়াও এই ব্যাঙ্কের নভি মুম্বই, থানে, পালঘর, পুনে এবং সুরাটে শাখা রয়েছে।