শেষ আপডেট: 29th October 2023 18:24
দ্য ওয়াল ব্যুরো: সংবাদপত্র, ম্যাগাজিন ও টেলিভিশন নিউজ চ্যানেলের সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নতুন কমিটি গঠন করা হল। শনিবার দিল্লিতে সংস্থার সদর দফতরে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক অনন্ত নাথ। তিনি কারাভান ম্যাগাজিনের সম্পাদক। আউটলুক ম্যাগাজিনের প্রাক্তন এডিটর ইন চিফ রুবেন ব্যানার্জি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। এদিন ওই দুই পদে ছিলেন যথাক্রমে দ্য সিটিজেনের সম্পাদক সীমা মুস্তাফা এবং অনন্ত নাথ।
১৯৭৮ সালে সম্পাদকদের এই সংগঠনটি যাত্রা শুরু করে। মূলত দেশে সংবাদপত্রের স্বাধীনতা, মর্যাদা রক্ষায় প্রেসার গ্রুপ হিসাবে কাজ শুরু করে এই সংগঠন। জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অভিজ্ঞতার প্রেক্ষিতে এই সংগঠন পরবর্তীকালে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে।
সংবাদমাধ্যমের ভুল-ত্রুটির বিরুদ্ধেও মুখ খুলেছে সম্পাদকদের এই সংগঠনটি। সম্প্রতি সংগঠনের একটি প্রতিনিধিদল অশান্ত মণিপুর ঘুরে এসে রিপোর্ট প্রকাশ করলে রাজ্য সরকার আপত্তি তোলে। প্রতিনিধি দলের বিরুদ্ধে এফআইআর করে মণিপুর সরকার। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করায় প্রতিনিধি দলকে গ্রেফতার করা হয়নি।