শেষ আপডেট: 4th November 2024 10:02
দ্য ওয়াল ব্যুরো: ভীমসেনা প্রধান সতপল তানওয়ারকে মেরে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল গুরগাঁওয়ে। ৩০ অক্টোবর অর্থাৎ গত বুধবার ভীমসেনা প্রধানকে হুমকি দেয় সে। যুক্তরাষ্ট্রে বসেই হুমকির ফোন করেছে বলে জানা গিয়েছে।
চলতি মাসেই খুন হয়েছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর খুনের দায়ভার নিয়েছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। এরপর পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে আনমোলের নাম। খুনের পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় কারসাজি করেছিল লরেন্স বিষ্ণোইয়ের এই ভাই। তাকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করে এনআইএ। মাথার দাম দেওয়া হয় ১০ লক্ষ টাকা।
তদন্তে পুলিশ জানতে পারে, যুক্তরাষ্ট্রে বসে কেনিয়া ও জিম্বাবোয়ের নম্বর ব্যবহার করে এই সব হুমকি ফোন করে সে। ঘটনার তদন্তে একটি বিশেষ টিম তৈরি করেছে পুলিশ। যে দলে রয়েছেন এসটিএফ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। আনমোলকে খুব শীঘ্রই ভারতের ফেরানোর চেষ্টাও করা হচ্ছে।
জানা গিয়েছে, অক্টোবরের ৩০ তারিখ একাধিক ফোন পান সতপল তানওয়ারের সেক্রেটারি। প্রত্যেকটি ফোনের সময়সীমাই ৬ মিনিটের ওপরে। সর্বোচ্চটি ৬ মিনিট ৪১ সেকেন্ডের। এরপরই পুলিশে বিষয়টি জানান ভীমসেনা প্রধান। পদক্ষেপ করে পুলিশ।