শেষ আপডেট: 27th January 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: ক্যান্সার মানেই বছরের পর বছর ফ্ল্যাশ রেডিওথেরাপি নিয়ে যাওয়া এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। প্রচলিত এই ধারণা ভাঙতে পারে আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি। এর মাধ্যমে ক্যান্সারের চিকিৎসায় বিপ্লব ঘটতে পারে, এক সেকেন্ডেরও কম সময়ে রোগী এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারে বলে দাবি গবেষকদের।
ক্যান্সারের চিকিৎসার জন্য আক্রান্ত রোগীকে একাধিকবার রেডিওথেরাপি দিতে হয়। এই থেরাপির ফলে মস্তিষ্কের বহু সুস্থ টিস্যু বা কোষ ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি মস্তিস্কের সুস্থ কোনও টিস্যুকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং ক্যান্সারের কোষগুলিকে আমূলে ধ্বংস করবে। এমনকী সাধারণ রেডিওথেরাপির চেয়ে এটি ৩০০ গুণবেশি ক্ষমতাসম্পন্নও।
গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপির এই ফ্ল্যাশ রেডিয়েশন ইতিমধ্যে পশুদের দেহে পরীক্ষা করা হয়েছে। তাতেদেখা গেছে এটি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ ফলাফল দেখিয়েছে। এমনকী মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত রোগীদের একটি ছোট ট্রায়ালেও এটি সফল হয়েছে।
FASTRO, ট্রায়ালের প্রধান তদন্তকারী এবং রেডিয়েশন অনকোলজি এবং নিউরোসার্জারির অধ্যাপক চিকিৎসক জন ব্রেনম্যানের দাবি, "সাধারণ রেডিওথেরাপির মতো যেহেতু এটি ঘন ঘন দিতে হয় না এবং অনেক বেশি ক্ষমতাসম্পন্ন তাই মস্তিস্কের সাধারণ কোষগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। যা রোগীকে দ্রুত সুস্থ জীবনে ফেরাতে সাহায্য করে।"
যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন রয়েছে বলে জানান গবেষণার প্রধান লেখক এবং সিনসিনাটি ক্যান্সার সেন্টারের ক্লিনিকাল রেডিয়েশন অনকোলজির সরকারী অধ্যাপক-চিকিৎসক এমিলি সি ডগার্টি। তাঁর দাবি, "নয়া পদ্ধতির ফলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনাও অনেক কম।" ২০২২ সালে চিকিৎসকদের এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্ল্যাশ ফোটন এবং সম্ভাব্য প্রোটন, ভিএইচইই এবং ভারী আয়ন তৈরির জন্য আরও প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজন।