নির্মলা সীতারামন ও মিমের রঙ্গব্যঙ্গ
শেষ আপডেট: 1st February 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: মুদ্রাস্ফীতি হয়েছে ব্যাপকভাবে। আর এই কারণে ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়া হোক। সাধারণ বাজেট ঘোষণার আগে দেশের শিল্পমহল ও মধ্যবিত্ত জনতার এমনটাই দাবি ছিল। আজ বাজেট বিবৃতিতে তাঁদের প্রতি সদয় হয়েই ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন, এবার থেকে ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। চাকরিজীবীদের জন্য সেই সুরাহা আরও বৃহত্তর। তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ আরও ৭৫ হাজার টাকা ছাড় পাবেন। অর্থাৎ, ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
আর এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে মিমের রঙ্গব্যঙ্গ। যার এক পক্ষে রয়েছে মধ্যবিত্ত শ্রেণি। অন্যদিকে উচ্চবিত্তরা। প্রথম দল বাজেটের সুবিধাভোগী। দ্বিতীয়পক্ষ বঞ্চিত। ক্রিকেটের পিচ থেকে ফুটবল মাঠ। হলিউড থেকে বলিউড। নানান ফিল্মের অনুষঙ্গ, ময়দানের ঘটনা, ক্রিকেটার ও ফুটবলারদের চরিত্র টেনে বানানো হয়েছে মিম, ব্যঙ্গকৌতুক। কোনওটা স্থির ছবি। কোনওটা ভিডিও ক্লিপিং। বাজেটের আয়কর সংক্রান্ত এই ইস্যুটিকের কাজে লাগিয়ে তৈরি হচ্ছে একের পর এক মিম।
যেমন একটি মিমে দেখা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপ জেতার পর স্টেডিয়ামের ধার ছুঁয়ে হেঁটে চলেছে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল। আর গানের তালে নাচতে শুরু করেছেন বিরাট, রোহিত, হার্দিকেরা। এই ছোট্ট ক্লিপিংয়ের উপরে লেখা হয়েছে: ‘মধ্যবিত্তেরা এখন’।
Middle class rn :pic.twitter.com/NjKcnpfuvZ
— Out Of Context Cricket (@GemsOfCricket) February 1, 2025
অন্য একটি মিমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখ সুপার-ইম্পোজ করে বসানো হয়েছে ধোনির ছবিতে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ যে শটে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন ধোনি, সেই প্রসঙ্গকে বাজেটে আয়কর কমানোর ইস্যুর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর ছবির মধ্যে লেখা: ‘শেষ ৬ বল… আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না।‘
— Out Of Context Cricket (@GemsOfCricket) February 1, 2025
অন্য একটি মিমে ‘লগান’, ‘কৌন বানেগা ক্রোড়পতি’, ‘দঙ্গলে’র মতো ছবির বিভিন্ন উচ্ছ্বসিত মুহূর্ত জুড়ে দেওয়া হয়েছে। তার উপরে অবধারিতভাবে লেখা: ‘মধ্যবিত্তেরা এখন…’
No income tax upto 12 lacs
— Sagar (@sagarcasm) February 1, 2025
Working Class right now: pic.twitter.com/vWT8u3dvji
এ ছাড়াও ‘পারসুইট অফ হ্যাপিনেস’, ‘ওয়েলকাম’, ‘গ্যাংস অফ ওয়াসিপুরে’র মতো ছায়াছবির একাধিক প্রসঙ্গকে একইভাবে কাজে লাগিয়েছেন ‘মিমার’কুল।
দেখে নিন তেমনই কিছু মজার মিম:
No tax on income upto 12 Lacs
— Sherlock Ohms (@Wanmohnev) February 1, 2025
Middle class rn#BudgetSession2025 pic.twitter.com/tEcWbv84KJ
Finally No income tax upto rs 12 lakhs.
— ????Che_ಕೃಷ್ಣ????????????❤️ (@ChekrishnaCk) February 1, 2025
Party guys#IncomeTax pic.twitter.com/8E8bthFNwE
#IncomeTax
— SarcasmHit (@SarcasmHit) February 1, 2025
New Tax Regime No Tax on Income Upto Rs 12 Lakh pic.twitter.com/6VQGTEGaFt