শেষ আপডেট: 9th November 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর 'চিতাভস্ম' জাপানের রেনকোজি মন্দির থেকে ভারতে ফিরিয়ে আনার দাবি তুললেন নাতি চন্দ্র বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শনিবার চিঠি লিখে এই দাবি জানান তিনি। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের আগে জাপানের রেনকোজি থেকে নেতাজির বিতর্কিত চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন চন্দ্র বসু।
প্রধানমন্ত্রী মোদীকে অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপে অনুরোধ জানিয়ে চন্দ্র বসু চিঠিতে লিখেছেন, নেতাজির চিতাভস্ম এখনও জাপানের রেনকোজি মন্দিরেই রয়েছে। এটা জাতির নায়কের পক্ষে অত্যন্ত অসম্মানের। তাঁর প্রতি অশ্রদ্ধার নামান্তর। গতবছর নেতাজির জন্মদিনের আগেও একই দাবি তুলেছিলেন সুভাষচন্দ্রের নাতি। সেবার তিনি রাজধানী দিল্লিতে একটি নেতাজি মেমোরিয়াল গড়ে তোলার আর্জিও জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে।
মোদীকে লেখা চিঠিতে চন্দ্র বসু বলেছেন, নেতাজির চিতাভস্ম আজও জাপানের রেনকোজি মন্দিরে পড়ে আছে। স্বাধীন ভারতে ফিরতে চেয়েছিলেন নেতাজি। কিন্তু দেশের স্বাধীনতার লড়াইয়ে ১৯৪৫ সালের ১৮ অগস্ট তিনি আত্ম বলিদান করেন। তাই তাঁর সেই স্বপ্নপূরণ হয়নি।
চন্দ্র বসুর কথায়, বিদেশের মাটিতে শেষ চিহ্ন পড়ে থাকা নেতাজির পক্ষে বিরাট অসম্মানের। তাই অবিলম্বে দিল্লির কর্তব্যপথে একটি স্মৃতি সংগ্রহশালা গড়ে সেখানে তাঁর চিতাভস্ম রাখা খুবই জরুরি। তিনি মোদীকে আরও লিখেছেন, আপনার সুযোগ্য প্রধানমন্ত্রিত্বের আমলে এই পদক্ষেপ প্রশংসনীয় কাজ হবে। নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র যা সরকারের ঘরে বন্দি আছে, তা প্রকাশ করুন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ১০টি তদন্ত কমিটির যে ফাইল পড়ে রয়েছে তা প্রকাশ করার আবেদন জানিয়েছেন চন্দ্র বসু।