শেষ আপডেট: 25th July 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার নিট-ইউজি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইট থেকেই সেই ফল দেখা যাবে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এই ফল প্রকাশিত হওয়ায় প্রায় চার লক্ষ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নিট-ইউজি ২০২৪-এ পদার্থবিদ্যার প্রশ্নপত্রের একটি প্রশ্ন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ ওই প্রশ্নের দুটি উত্তরকেই 'সঠিক' বলে বিবেচনা করা হয়েছিল। গত সোমবার দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয় সম্পর্কে রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। সেই রিপোর্ট পাওয়ার পর শীর্ষ আদালত জানায়, প্রশ্নের একটি অপশনই 'সঠিক' ধরতে হবে। এরপরই এনটিএ-এর তরফে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
নতুন করে রেজাল্ট বেরনোর ফলে যে ৪৪ জন পড়ুয়া ৭২০-তে ৭২০ মার্কস পেয়েছিলেন তাঁদেরও নম্বর কমেছে ৫ মার্কস করে। কারণ তারাও প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে গ্রেস মার্কস পেয়েছিলেন। এক্ষেত্রে বলা যেতে নতুন মেধাতালিকাতেও পরিবর্তন হতে পারে। তবে মেধাতালিকায় কী কী হেরফের হয়েছে সে বিষয়ে এখনও জানায়নি এনটিএ।
গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।
মামলাকারীর দাবি ছিল, এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে এমন প্রশ্নের উত্তরে ৪ নম্বর অপশন সঠিক হওয়ার কথা। কিন্তু ২ নম্বর অপশনকেও সঠিক বলে বেছে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ ছিল, এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুযায়ী যারা ২ নম্বর অপশন বেছেছেন তাদের মার্কস পাওয়ার কথা নয়। তাই একদিনের মধ্যে দিল্লি আইআইটি-র রিপোর্ট পেয়েই পুনরায় নতুন করে নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত।