শেষ আপডেট: 18th July 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: নিট দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, পুনরায় নিট পরীক্ষা করার প্রয়োজনই নেই। তবে শীর্ষ আদালত আবার পরীক্ষা নেওয়ার পথ খোলা রেখেছিল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল যে, একমাত্র কোন ক্ষেত্রে আবার নিট পরীক্ষা নেওয়া যেতে পারে।
প্রশ্নফাঁসের বিষয়টি এনটিএ অস্বীকার করেছে ইতিমধ্যেই। তাঁদের দাবি, কোথাও কোনও প্রশ্নপত্র চুরি হয়নি। যদিও সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একাধিকজনকে গ্রেফতার করেছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এক ইঞ্জিনিয়ারকেও। যদিও কেন্দ্রীয় এজেন্সি শীর্ষ আদালতে দাবি করেছিল, প্রশ্নপত্র ফাঁস হলেও তা স্থানীয় এলাকাতেই ফাঁস হয়েছে। বড় পরিসরে ফাঁস হয়নি। সুপ্রিম কোর্ট কার্যত এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে।
সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, নিটের প্রশ্নফাঁসের কারণে বড় পরিসরে যদি প্রভাব পড়ে তাহলেই একমাত্র পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে নিটের পুনরায় পরীক্ষার দাবিতে অন্তত ৪০টি আবেদন জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।
পুনরায় পরীক্ষার বিষয় নিয়ে প্রধান বিচারপতি বলেছেন, যদি এমন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁসের জন্য পুরো পরীক্ষাই প্রভাবিত হয়েছে তখন নিট ইউজি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পাশাপাশি আবার পরীক্ষা করানোর কথা ভাবা যেতে পারে। তবে ২৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ভর্তি হবেন বলে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়া যেতে পারে না। পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে চাইছেন বলে আদালত সেই নির্দেশ দেবে, এমনটা হতে পারে না।
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অবশ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সুপ্রিম কোর্টে জানিয়েছে, কোথাও কোনও ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র গায়েব হয়নি। প্রতিটি প্রশ্নপত্রে একটি বিশেষ সিরিয়াল নম্বর থাকে এবং তা নির্দিষ্ট পরীক্ষার্থীর কাছেই যায়। তাঁদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে কোনও নিয়ম বহির্ভূত কাজ ধরা পড়েনি। কিন্তু গত মঙ্গলবারই সিবিআই গ্রেফতার করেছে এক ইঞ্জিনিয়ার ও তার সহযোগীকে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগে সেগুলি ট্রাঙ্ক থেকে চুরি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।