পরীক্ষা কেন্দ্রের ছবি
শেষ আপডেট: 24 November 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: আর খাতা-কলমে নয়। এবার স্নাতক স্তরে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি পরীক্ষা দিতে হবে অনলাইনেই। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমন খবর সামনে এসেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বলে খবর।
চলতি বছরে নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই মুখ পোড়ে কেন্দ্রের মোদী সরকারের। দেশজুড়ে পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের মুখে পড়তে হয় এনটিএ-কে। পরে সেই ক্ষতে প্রলেপ দিতে শীর্ষ আদালতের নির্দেশ মেনে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
এরপর এক প্রকার বাধ্য হয়েই ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণানকে মাথায় রেখে একটি তদন্ত কমিটি গঠন হয়। এনটিএ দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষা নিয়ে সংস্কারমূলক পরামর্শ দেওয়ার জন্যই এই কমিটি গঠন করা হয়েছিল।
ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্যানেলের তরফে দেওয়া সুপারিশ মেনেই এই ভাবনা।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, যেভাবে জেইই মেইনস পরীক্ষা নেওয়া হয় সেই ধাঁচেই এবার নিট ইউজির পরীক্ষা দিতে হবে। পাশাপাশি অনলাইন পরীক্ষায় প্রার্থীদের সবকিছু ইনপুট ডিজিটালি দিতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের প্রতিক্রিয়াও জানবে শিক্ষা মন্ত্রক।