Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক
NEET UG Exam

খাতা-কলমের দিন শেষ, এবার অনলাইনে নিট ইউজি পরীক্ষা নেওয়ার ভাবনা কেন্দ্রের

বিতর্কের মুখে পড়ে ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণানকে মাথায় রেখে একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

খাতা-কলমের দিন শেষ, এবার অনলাইনে নিট ইউজি পরীক্ষা নেওয়ার ভাবনা কেন্দ্রের

পরীক্ষা কেন্দ্রের ছবি

শেষ আপডেট: 24 November 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: আর খাতা-কলমে নয়। এবার স্নাতক স্তরে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি পরীক্ষা দিতে হবে অনলাইনেই। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমন খবর সামনে এসেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বলে খবর।

চলতি বছরে নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই মুখ পোড়ে কেন্দ্রের মোদী সরকারের। দেশজুড়ে পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের মুখে পড়তে হয় এনটিএ-কে। পরে সেই ক্ষতে প্রলেপ দিতে শীর্ষ আদালতের নির্দেশ মেনে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এরপর এক প্রকার বাধ্য হয়েই ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণানকে মাথায় রেখে একটি তদন্ত কমিটি গঠন হয়। এনটিএ দ্বারা আয়োজিত প্রবেশিকা পরীক্ষা নিয়ে সংস্কারমূলক পরামর্শ দেওয়ার জন্যই এই কমিটি গঠন করা হয়েছিল।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্যানেলের তরফে দেওয়া সুপারিশ মেনেই এই ভাবনা।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, যেভাবে জেইই মেইনস পরীক্ষা নেওয়া হয় সেই ধাঁচেই এবার নিট ইউজির পরীক্ষা দিতে হবে। পাশাপাশি অনলাইন পরীক্ষায় প্রার্থীদের সবকিছু ইনপুট ডিজিটালি দিতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের প্রতিক্রিয়াও জানবে শিক্ষা মন্ত্রক।


ভিডিও স্টোরি