প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 January 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (ইউজি)-২০২৫ (NEET (UG)-2025) পরীক্ষা নেওয়া হবে পেন অ্যান্ড পেপার মোডে ওএমআর-নির্ভর (Pen and Paper mode (OMR-based))। বৃহস্পতিবার নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করে। পরীক্ষা নেওয়া হবে একদিনে, এক অর্ধে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।
গত মাস পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্তে আসতে পারেনি যে, ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন অ্যান্ড পেপার মোডে নাকি কম্পিউটার বেসড টেস্টের (CBT) মাধ্যমে হবে। এদিনের ঘোষণার মধ্যে এটা অন্তত পরিষ্কার হয়ে গেল চিরাচরিত পদ্ধতির মতোই ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন-কাগজ পদ্ধতিতেই নেওয়া হতে চলেছে। খুব শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত ঘোষণা করে দেওয়া হবে।
এর আগে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছিল, পরীক্ষা পদ্ধতি সংস্কার নিয়ে ৭ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ কার্যকর করা হবে। গতবছর নিট ইউজি পরীক্ষার নিয়ামক সংস্থার কার্যপদ্ধতি পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করেছিল কেন্দ্র। ২০১৯ সাল থেকে এনএমসি-র হয়ে এই পরীক্ষা নিচ্ছিল এনটিএ।