শেষ আপডেট: 23rd July 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি পরীক্ষা নিয়ে বিতর্ক আর শেষ হচ্ছে না। দুর্নীতির অভিযোগে গোটা দেশ তোলপাড় হওয়ার পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে আজ, মঙ্গলবারই বিচারপতি রায় দিয়েছেন, রিটেস্ট হবে না। আজ ওই মামলায় আরও জানা গেল, যে পদার্থবিদ্যায় একটি প্রশ্নে নম্বর কাটা যাবে ৪ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর।
নিট-ইউজি ২০২৪-এ ফিজিক্সের প্রশ্নপত্রে একটি প্রশ্ন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্রশ্নের চারটি বিকল্প উত্তরের মধ্যে কোনটি সঠিক হতে পারে, তাই নিয়ে বিতর্ক ঘনিয়েছিল। বস্তুত, প্রশ্নের দুটি উত্তরকেই 'সঠিক' বলে বিবেচনা করা হয়েছিল। এই পরিস্থিতিতে যে কোনও একটি বিকল্পে টিক দিলেই গ্রেস নম্বর দেওয়া হচ্ছিল।
এই নিয়ে সোমবার দিল্লি আইআইটিকে একটি বিশেষ প্যানেল তৈরি করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাদের থেকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়। আজ, মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দেয় ওই এক্সপার্ট প্যানেলকে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির প্যানেল মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে, যে প্রশ্নের উত্তরের বিকল্পগুলিতে কোনও সমস্যা নেই। একটা মাত্র অপশনই ঠিকঠাক আছে, ফলে সেই নির্দিষ্ট অপশনে টিক দিলেই নম্বর মিলবে।
নিট ইউজি পরীক্ষাপত্রে অ্যাটমিক থিয়োরি নিয়ে একটি প্রশ্নে দু'টি বিবৃতি দেওয়া হয়েছিল।
১) অ্যাটম ইলেকট্রিকালি নিউট্রাল কারণ এগুলির সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ রয়েছে। এবং ২) প্রতিটি পদের অ্যাটমই স্থিতিশীল ও এগুলি তাদের বিচ্ছুরণ করে। উত্তরের অপশন ছিল, প্রথম স্টেটমেন্টটি ঠিক, দ্বিতীয় স্টেটমেন্টটি ঠিক, স্টেটমেন্ট এ ও বি ঠিক এবং দুটোই ভুল।
সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের দুটো অপশনই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।
এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে আদালতে জানানো হয়, দু’টি উত্তর সম্ভাব্য সঠিক হওয়ায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নতুন যে নিয়ম আনা হয়েছে সেটাই ভাঙা হয়েছে। দুটি উত্তর একসঙ্গে সঠিক হতে পারে না। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি আইআইটির প্যানেলকে নির্দেশ দেওয়া হয়।
তার ভিত্তিতে আজ আইআইটি দিল্লি জানিয়েছে,অ্যাটম ইলেকট্রিকালি নিউট্রাল কারণ এগুলির সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ রয়েছে। এই বিষয়টিই সঠিক। দ্বিতীয় স্টেটমেন্ট অর্থাৎ প্রতিটি পদের অ্যাটমই স্থিতিশীল ও এগুলি তাদের বিচ্ছুরণ করে-- এটা পুরোপুরি ভুল। ফলে এই প্রশ্নের উত্তরে একটি অপশনই সঠিক, সেটি হল, 'প্রথম স্টেটমেন্টটি ঠিক'।
তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে পরীক্ষার্থী যেকোনও একটি অপশনকে বেছে নিয়েছিলেন, তাদের পুরোপুরি চার নম্বর দেওয়া হবে। এই নিয়ে সুপ্রিম কোর্ট সোমবার আইআইটি দিল্লির কাছ থেকে তাদের পরামর্শ চেয়েছিল, তার পরেই উঠে এল অন্য কথা। নির্দিষ্ট ঠিক উত্তর চিহ্নিত করে দিল দিল্লি আইআইটি। ফলে এবার প্রচুর পরীক্ষার্থীর নম্বর কাটা যেতে পারে।