শেষ আপডেট: 17th January 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় ফের আত্মহত্যা। এবার আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সি এক পড়ুয়া। ওড়িশা থেকে নিটের প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন তিনি। দেহ শুক্রবার পিজি রুম থেকে উদ্ধার করা হয়।
ন্যাশনাল এলিজিবিটি কাম এনট্রান্স টেস্ট, নিট। তার প্রস্তুতি নিতে প্রতি বছর হাজার হাজার পড়ুয়া রাজস্থানের কোটায় পৌঁছন। প্রতিবছরই একাধিক আত্মহত্যার খবর কোটা থেকে উঠে আসে। শেষ ১৭ দিনে এই নিয়ে তিন নম্বর পড়ুয়া আত্মঘাতী হলেন।
শুক্রবার এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছন পুলিশ। পিজি কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা ঝুলন্ত অবস্থায় ওই পড়ুয়াকে দেখতে পান। ওড়িশায় তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই আত্মহত্যা সে বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
এর আগে ৮ জানুয়ারি, কুড়ি বছর বয়সি এক জেইই পড়ুয়া কোটারই একটি পিজিতে আত্মঘাতী হন। তিনি মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ছিলেন বলে জানা যায়। ২০২৩ সালের মে মাস থেকে তিনি কোটায় ছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন।
এর ঠিক আগের দিন অর্থাৎ ৭ জানুয়ারিও নিরজ নামের এক পড়ুয়া, ১৯ বছর বয়সী হরিয়ানা যুবক আত্মঘাতী হন। হস্টেলের রুমে তঁর দেহ পাওয়া যায়। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, গত বেশ কয়েক বছরের তুলনায় ২০২৪-এ এই আত্মহত্যার পরিমাণ অনেকটা কমেছে। ২০২৩-এ ২৯ জন আত্মঘাতী হলেও ২০২৪-এ সেই সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে। তাঁরা আশাবাদী, এই সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে।
এদিকে প্রশাসনের তরফে কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে। সেগুলি মেনে কোচিং সেন্টারগুলি চলছে কিনা তাও মাঝেমধ্যে খতিয়ে দেখা হচ্ছে।