Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Air India Plane Crash Update

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ৬টি বিশেষ দল, নিশ্চয়তা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় কিছুক্ষণ থমকে ছিল উদ্ধারকাজ, আবার তা শুরু হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে রয়েছে ৬টি বিশেষ দল, নিশ্চয়তা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 June 2025 05:02

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৯টা নাগাদ আমদাবাদে এসে পৌঁছন নরেন্দ্র মোদী। প্রায় ২০ মিনিট ধরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। কিছুক্ষণ থমকে ছিল উদ্ধারকাজ, আবার তা শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে তাঁদের ৬টি বিশেষ দল, জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি হরিওম গান্ধী।

তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনাস্থলে ৬টি দল রয়েছে। রাজ্য এবং কেন্দ্রের নানা টিমের সঙ্গে মিলে কাজ করছে আমাদের বিশেষ দল।’

প্রসঙ্গত, ১২ বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের। দুর্ভাগ্যজনক ঘটনায় শোকস্তব্ধ নরেন্দ্র মোদী। সবিস্তারে জেনেছেন কী ঘটেছে, কোন দিকে এগোচ্ছে কাজ- সেইদিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের।

২০০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এসে পৌঁছেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেলও। রয়েছেন ফরেনসিক দলও।

স্নিফার ডগ নিয়ে এসে চলছে তল্লাশি। ঘটনাস্থলে আরও কেউ আটকে থাকতে পারে, এই সন্দেহ দূর করতে এখনও চলছে খোঁজ। এখনও মেলেনি ব্ল্যাক বক্সের হদিশ। সেই দিকে নজর রয়েছে সব দলের।

গতকাল এসে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুঃখপ্রকাশ করেছেন তিনিও।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা, বলাই বাহুল্য। এখনও চলছে ডিনএ নমুনা সংগ্রহ। দুর্ঘটনার ভয়াবহতায় আলাদা করে কাউকে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে, ডিএনএ পরীক্ষা থেকেই জানা যাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা।

অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একমাত্র একজনই। ৩৮ বছর বয়সি রমেশ বিশ্বাসকুমার বুচারভাদা, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বসেছিলেন বিমানের ১১এ সিটে, যেটি ছিল একটি এমার্জেন্সি দরজার কাছাকাছি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন।


ভিডিও স্টোরি