প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় কিছুক্ষণ থমকে ছিল উদ্ধারকাজ, আবার তা শুরু হয়েছে।
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 June 2025 05:02
দ্য ওয়াল ব্যুরো: সকাল ৯টা নাগাদ আমদাবাদে এসে পৌঁছন নরেন্দ্র মোদী। প্রায় ২০ মিনিট ধরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। কিছুক্ষণ থমকে ছিল উদ্ধারকাজ, আবার তা শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে তাঁদের ৬টি বিশেষ দল, জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি হরিওম গান্ধী।
তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনাস্থলে ৬টি দল রয়েছে। রাজ্য এবং কেন্দ্রের নানা টিমের সঙ্গে মিলে কাজ করছে আমাদের বিশেষ দল।’
প্রসঙ্গত, ১২ বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের। দুর্ভাগ্যজনক ঘটনায় শোকস্তব্ধ নরেন্দ্র মোদী। সবিস্তারে জেনেছেন কী ঘটেছে, কোন দিকে এগোচ্ছে কাজ- সেইদিকে নজর রয়েছে প্রধানমন্ত্রী ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের।
২০০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এসে পৌঁছেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেলও। রয়েছেন ফরেনসিক দলও।
স্নিফার ডগ নিয়ে এসে চলছে তল্লাশি। ঘটনাস্থলে আরও কেউ আটকে থাকতে পারে, এই সন্দেহ দূর করতে এখনও চলছে খোঁজ। এখনও মেলেনি ব্ল্যাক বক্সের হদিশ। সেই দিকে নজর রয়েছে সব দলের।
গতকাল এসে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুঃখপ্রকাশ করেছেন তিনিও।
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা, বলাই বাহুল্য। এখনও চলছে ডিনএ নমুনা সংগ্রহ। দুর্ঘটনার ভয়াবহতায় আলাদা করে কাউকে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে, ডিএনএ পরীক্ষা থেকেই জানা যাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা।
অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একমাত্র একজনই। ৩৮ বছর বয়সি রমেশ বিশ্বাসকুমার বুচারভাদা, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বসেছিলেন বিমানের ১১এ সিটে, যেটি ছিল একটি এমার্জেন্সি দরজার কাছাকাছি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন।