Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Oath ceremony of Maharashtra and Jharkhand

রাত পোহালেই পরিষ্কার হবে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ, ঝাড়খণ্ডের শপথ মঙ্গলে

দুই রাজ্যে টানটান উত্তেজনায় ভোট হলেও ঝাড়খণ্ডের সমীকরণ স্পষ্ট সকলের কাছেই। চোখ থাকবে মহারাষ্ট্রের দিকে।

রাত পোহালেই পরিষ্কার হবে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ, ঝাড়খণ্ডের শপথ মঙ্গলে

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 24 November 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: শনিবারই ফল প্রকাশ হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। মহারাষ্ট্রে বিপুল ভোটে জয় পেয়েছে মহায়ুতি জোট। আগামীকাল অর্থাৎ সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান। শিবসেনার শিন্ডে গোষ্ঠী সূত্রে খবর, সোমবারই এই অনুষ্ঠান হবে। কে কোন পদে বসছেন, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এপর্যন্ত হয়নি। এদিকে, ঝাড়খণ্ডে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সংবিধান দিবসের দিন অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। 

মহারাষ্ট্রে একাই ১৩২টি আসন পেয়েছে বিজেপি। মহায়ুতি জোট পেয়েছে ২৩৫টি। এই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন, সে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বিজেপি ১০০ পার করায় মুখ্যমন্ত্রীর পদ তারাই দখলে রাখবে। তবে, সেক্ষেত্রে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার শরিক হিসেবে কোন আসনে রাশ রাখবেন, সে বিষয়ে নিয়ে দ্বিমত রয়েছে। 

শিবসেনা সূত্রে খবর, কে কোন পদে বসবেন, মুখ্যমন্ত্রীই বা কে হবেন, সে বিষয়ে এখনও কিছু নির্দিষ্ট হয়নি। মুখ্যমন্ত্রীর লড়াই অবশ্যই প্রথম নাম দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডে। 

ঝাড়খণ্ডের পরিস্থিতি অবশ্য মহারাষ্ট্রের মতো জটিল নয়। ইন্ডিয়া জোট জিতলেও এখানে আঞ্চলিক তথা শাসক দল জেএমএমের দিকেই রয়েছে রাশ। জোট হয়ে লড়লেও এই দল একা ৩৪টি আসনে জিতেছে। যার ফলে পরবর্তী মুখ্যমন্ত্রী যে হেমন্ত সোরেনই হচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। 

শনিবার রাতে ফল প্রকাশ সম্পূর্ণ হওয়ার পর রবিবার সকালেই রাজ্যপালের দ্বারস্থ হন হেমন্ত। সেখানে বেশ কিছুক্ষণ ধরে চলে বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়, মঙ্গলবার, সংবিধান দিবসের দিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত। মন্ত্রিসভায় আর কে কে থাকছেন, কংগ্রেসই বা কোন দফতর পাবে, এবিষয়ে কিছু জানা যায়নি। দলের তরফেও কোনও তথ্য প্রকাশ করা হয়নি এপর্যন্ত। 

দুই রাজ্যে টানটান উত্তেজনায় ভোট হলেও ঝাড়খণ্ডের সমীকরণ স্পষ্ট সকলের কাছেই। চোখ থাকবে মহারাষ্ট্রের দিকে। দড়ি টানাটানিতে কে জেতে, কেই বা কোন দফতর হাতে রাখে সেটাই এখন দেখার। 


ভিডিও স্টোরি