শেষ আপডেট: 9th June 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন। তার আগে রবিবার সকালে তাঁর বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা-চক্রের আয়োজন করেছিলেন মোদী। এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই উপস্থিত ছিলেন। সামনের সারিতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, মনোহর লাল খট্টর, নির্মলা সীতারমন, পীয়ূষ গোয়েল থেকে শুরু করে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের।
মোদীর এই চা-চক্রে যারা ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভায় সুযোগ পাবেন এমন ধারণা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার মন্ত্রী হতে চলেছেন। কারণ এই চা-চক্রে তাঁদের দুজনকেই দেখা গেছে। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এই বৈঠকে মোদী বার্তা দিয়েছেন, সকলকে সরকারের কাজে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে, সব প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করতে হবে।
রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে রবিবারও সব মন্ত্রীরা একসঙ্গে শপথ নেবেন এমনটা নাও হতে পারে। বিজেপি সূত্রের খবর, এদিন হয়তো সীমিত সংখ্যক সাংসদ শপথ নেবেন। তার পর মাস খানেক বাদে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। তখন বাকিদের নেওয়া হবে মন্ত্রিসভায়।
আগে ঠিক ছিল মোদী শপথ নেবেন শনিবার সন্ধ্যায়। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর ছিল, বিদেশি অতিথিদের কথা ভেবেই সময় ও দিন বদল করা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে যারা রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে চর্চিত নাম মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু। এছাড়াও তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনৌথ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাশিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী, পুষ্পা কোমল দাহাল এবং সিশেলের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ।