শেষ আপডেট: 12th October 2024 23:30
দ্য ওয়াল ব্যুরো: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় ছুটে এল পর পর বুলেট। সূত্রের দাবি, তিনটি গুলি লাগে প্রাক্তন কংগ্রেস নেতার শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তিনবারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে।
কংগ্রেসের প্রবীণ এই নেতা গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপি নেতা অজিত পওয়ার এর দলে নাম লেখান। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে এই খুনের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিস রয়েছে। এদিন সেই অফিস থেকে বাইরে এসে গাড়়িতে চাপার সময় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
#UPDATE | Senior NCP leader Baba Siddique passes away: Lilavati Hospital https://t.co/P0VWePWldd
— ANI (@ANI) October 12, 2024
গুলি কাণ্ডের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনও ব্যবসায়িক কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রের খবর, গুলি কাণ্ডে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ। ধৃতদের জেরা করে এ ব্য়াপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সামনেই বিধানসভা ভোট। ফলে খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বাবা সিদ্দিকি। বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়কও ছিলেন তিনি। অতীতে খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রীও ছিলেন। বর্তমানে তাঁর ছেলে জিসান বান্দ্রা পূর্বের বিধায়ক। গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপিতে যোগ দিয়েছিলেন।