শেষ আপডেট: 17th October 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় দ্বিতীয়বারের জন্য বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নায়েব সিং সাইনি। জাঠ রাজ্যে বিজেপির জয়ের হ্যাটট্রিক এবং দ্বিতীয়বার সাইনির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে এদিন সকাল থেকে চণ্ডীগড়ে ছিল সাজসাজ রব। শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি এবং শরিক শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং দলের অন্য পদাধিকারীরা হাজির ছিলেন। পাঁচকুলায় আয়োজিত এই মেগা ইভেন্টে নভেম্বরে অনুষ্ঠেয় দুই রাজ্যে ভোট এবং বেশ কিছু উপনির্বাচনের আগে শক্তি প্রদর্শন করে কেন্দ্রের শাসক জোট।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় মুখ্যমন্ত্রী সাইনিকে শপথবাক্য পাঠ করান। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অনুষ্ঠানে হাজির ছিলেন।
মুখ্যমন্ত্রী সাইনির সঙ্গে এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসরানার বিধায়ক কৃষাণলাল পানওয়ার, বাদশাহপুরের বিধায়ক রাও নরবীর সিং, অরবিন্দ শর্মা, বিজেপি বিধায়ক অনিল ভিজ, মহীপাল ঢন্ডা। রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রুতি চৌধুরি, শ্যাম সিং রানা, বিপুল গোয়েল। এছাড়াও রাজেশ নগর, আরতি সিং রাও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।