শেষ আপডেট: 17th October 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে নায়েব সিং সাইনির শপথ নেওয়ার দিনই বৃহস্পতিবার এনডিএ শরিকদের নিয়ে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা এবং উপনির্বাচনগুলি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাঠ রাজ্যে বিজেপির জয়ের হ্যাটট্রিক এবং দ্বিতীয়বার সাইনির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে এদিন সকাল থেকে চণ্ডীগড় বিমানবন্দরের বাইরে চলছে কাড়া-নাগাড়া বাজিয়ে নাচগান।
বিজেপি এবং শরিক শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং দলের অন্য পদাধিকারীরা একে একে চলে আসছেন। পাঁচকুলায় আয়োজিত এই মেগা ইভেন্টে নভেম্বরে অনুষ্ঠেয় দুই রাজ্যে ভোট এবং বেশ কিছু উপনির্বাচনের আগে শক্তি প্রদর্শন করতে চলেছে কেন্দ্রের শাসক জোট।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় মুখ্যমন্ত্রী সাইনিকে শপথবাক্য পাঠ করাবেন। প্রায় ৫০ হাজার মানুষের জমায়েতের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এসে গিয়েছেন। আসছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এসে গিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
মোদীর পৌরোহিত্যে এনডিএ এবং বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক হবে। সেখানে বিজেপির অন্তত ১৩ জন মুখ্যমন্ত্রী এবং ১৬ উপমুখ্যমন্ত্রী থাকবেন। এছাড়া, শরিক মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, বিহারের নীতীশ কুমার, সিকিম, নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।