শেষ আপডেট: 3rd January 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌসেনার দুই জওয়ান একটি অনুষ্ঠানের জন্য স্কাইডাইভিং-এর প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি রিহার্সাল। তাতেই ঘটল বড়সড় বিপত্তি। এমন পরিস্থিতি তৈরি হল যে, প্রাণ চলে যেতে পারত দুজনেরই! কিন্তু বরাত জোরে বাঁচলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।
ইস্টার্ন নাভাল কমান্ডের অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছিলেন ওই দুই নৌসেনার অফিসার। রাজ্যের বিশাখাপত্তনমে রাম কৃষ্ণ বিচ এলাকায় চলছিল প্রস্তুতি। স্কাইডাইভিং করার সময় আচমকা দুজনের মধ্যে ধাক্কা লাগার উপক্রম হয়। তবে ধাক্কা না লাগলেও দুজনের প্যারাসুট একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এইভাবেই ক্রমশ নীচে নামতে শুরু করেন তাঁরা।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যাচ্ছে, প্যারাসুট জড়িয়ে যাওয়ার পর দুই জওয়ানই দ্রুত গতিতে নীচে নামতে শুরু করেন। তারপর রাম কৃষ্ণ বিচ লাগোয়া সমুদ্রেই পড়ে যান তাঁরা। তবে প্যারাসুট জড়িয়ে যাওয়ার কারণে সমুদ্রে ডুবেও মৃত্যু হতে পারত তাঁদের। হয়নি, কারণ তৎক্ষণাৎ তাঁদের বাঁচাতে পৌঁছে গেছিল উদ্ধারকারী নৌকা। দুই অফিসারকেই সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
যে অনুষ্ঠানের জন্য এই প্রস্তুতি ছিল সেটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। আর জানা গেছে, যে দুই জওয়ান দুর্ঘটনার মুখে পড়েছিলেন তাঁরা ভারতীয় নৌসেনার 'মার্কোস' দলের সদস্য।
The Indian Navy MARCOS are fine. They did not collide; instead, the parachutes had become entangled. The rescue boats were nearby and reached the location where they had fallen.#Vizag pic.twitter.com/SRoKqJplhV
— Akash Sharma (@kaidensharmaa) January 3, 2025