শেষ আপডেট: 17th October 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধি করতে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। এর পরপরই নিরাপত্তা বৃদ্ধির পরামর্শ নিতে নিজেদের সঙ্গে একটি পোর্টাল সংযুক্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যার নাম দেওয়া হয়, ‘সাজেশনস টু এনটিএফ’।
২২ অগস্ট শুরু হয়েছিল এই পোর্টাল। ২ মাস পেরিয়ে যাওয়ার পর সেই পোর্টালের মাধ্যমে ১৭০০ টি পরামর্শ পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে ১৫০০টিই পাঠিয়েছেন সাধারণ মানুষ। মতামত পাঠানোর তালিকার মধ্যে রয়েছে ৩৭টি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান। রয়েছে একাধিক হাসপাতালও।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের ষষ্ঠ শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় টাস্ক ফোর্স যে গঠিত হয়েছিল, তার কাজের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, জাতীয় টাস্ক ফোর্সের অবস্থা কী? তাদের কাজের গতিপ্রকৃতি কী? যা কিনা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করে দিশা দেখাবে।
প্রধান বিচারপতি কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেন, তাড়াতাড়ি যেন এনটিএফ তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। তার জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মূলত দু’টি বিষয়ে এই টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। প্রথমত, নারী-পুরুষ নির্বিশেষে চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেকের উপর হিংসা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা।
এবং দ্বিতীয়ত, হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রেসিডেন্ট ডাক্তারদের নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার জন্য নির্দিষ্ট নিয়মবিধি তৈরি করা।