Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Rahul Gandhi-Sonia Gandhi

রাহুল, সনিয়া ন্যাশনাল হেরাল্ডের ১৪২ কোটি টাকা অবৈধভাবে পেয়েছেন, দাবি ইডির

ন্যাশনাল হেরাল্ড মামলায় বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ১৪২ কোটি টাকা বেআইনিভাবে লাভবান হয়েছেন।

রাহুল, সনিয়া ন্যাশনাল হেরাল্ডের ১৪২ কোটি টাকা অবৈধভাবে পেয়েছেন, দাবি ইডির

রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলায় বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ১৪২ কোটি টাকা বেআইনিভাবে লাভবান হয়েছেন। ন্যাশনাল হেরাল্ডের অর্থ নয়ছয় মামলার শুনানিতে এদিন সরকারি তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, ২০২৩ সালের নভেম্বরে ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার আগে পর্যন্ত অভিযুক্তরা প্রসিডস অফ ক্রাইমের সুবিধা ভোগ করেছেন।

আদালতে ইডির আরও দাবি, অভিযুক্তরা কেবলমাত্র অর্থ তছরুপ করেছেন তাই নয়, তাঁরা এটা দীর্ঘদিন ধরে চালিয়ে গিয়েছেন। ন্যাশনাল হেরাল্ডের মামলায় সনিয়া ও রাহুল ছাড়াও স্যাম পিত্রোদা, সুমন দুবে ও অন্যদের বিরুদ্ধে অর্থ তছরুপের প্রাথমিক তদন্ত প্রমাণিত হয়েছে বলে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল।

ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় আসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL) এবং ইয়ং ইন্ডিয়া (Young India) সংস্থার ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ২০০৮ সাল থেকে ছাপা বন্ধ। ২০১৭ সালে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়। ইংরেজির পাশাপাশি হিন্দিতে নবজীবন’ এবং উর্দুতে কওমি আওয়াজ’-এরও অনলাইন ভার্সন প্রকাশিত হয়। ১৯৩৮ সালে জওহরলাল নেহরুর হাত ধরে চালু হওয়া ন্যাশনাল হেরাল্ড কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শকে পাথেয় করে চলে।

পত্রিকাটির মালিক এজিএল। সেই সংস্থার সঙ্গে ইয়ং ইন্ডিয়া’ নামে সংস্থার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে রাজনীতি এক সময় সরগরম হয়েছিল। বেআইনি পথে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ইডি। তদন্তে ওই সংস্থা প্রাক্তন দুই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীকে তলব করে। বর্তমানে বন্ধ ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। সম্পত্তির হাত বদলেই বেআইনি লেনদেন হয়েছে বলে ইডির অভিযোগ।


ভিডিও স্টোরি