শেষ আপডেট: 27th January 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভের কারণে কোটি কোটি মানুষের সমাগম হওয়ায় এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বিশ্বের। কী পরিমাণ নজর কেড়েছে এই কুম্ভমেলা তা প্রমাণ পাওয়া যায় নাসার পোস্ট থেকেই। মহাকাশ থেকেও কার্যত স্পষ্ট হয়ে উঠেছে প্রয়াগরাজ। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নাসার মহাকাশচারী ডন পেটিট মহাকুম্ভের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'রাতের আইএসএস থেকে মহাকুম্ভের ছবি। সত্যিই বিশ্বের সবচেয়ে বড় মানুষের জমায়েত...'। এই ছবি দেখার পর স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ বলছেন, মনে হচ্ছে মহাকাশে বড় কোনও তারার বিস্ফোরণ ঘটেছে। কেউ আবার এত আলো দেখে মুগ্ধ হয়ে এটিকে কোনও গ্যালাক্সির সঙ্গে তুলনা করছেন।
2025 Maha Kumbh Mela Ganges River pilgrimage from the ISS at night. The largest human gathering in the world is well lit. pic.twitter.com/l9YD6o0Llo
— Don Pettit (@astro_Pettit) January 26, 2025
মাত্র কদিন আগে মহাকুম্ভের একাধিক উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছিল ইসরোর তরফে। হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার পরপর ছবি নিয়েছে এই মহাকুম্ভ মেলার। সেই ছবিতেই ফুটে উঠেছে মেলার একাধিক তাঁবু, পার্কিং লট এবং অন্য একাধিক প্রস্তুতির ছবি।
প্রতি ১২ বছরে একবার এই মহাকুম্ভ হয়। এবার তার উপর পুণ্য মহাকুম্ভ। ১৪৪ বছর পর মহাযোগ। ৪৫ দিনের এই মেলায় ৪০ কোটি বা তার বেশি মানুষের সমাগম হতে পারে বলেই অনুমান করা হয়েছে। হিসেব করে দেখা গেছে, এই কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত ২ লক্ষ কোটি টাকা! এই সংখ্যাটা ৪ লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান করা হয়েছে।
৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভমেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা। ২০১৯ সালে উত্তরপ্রদেশ সরকার 'অর্ধ কুম্ভমেলা' আয়োজন করেছিল। সেই মেলায় ২৪ কোটি ভক্তের সমাগম হয়েছিল। আর রাজ্যের লাভ হয়েছিল ১.২ লক্ষ কোটি। তাই এই কুম্ভমেলা থেকে ২ থেকে ৪ লক্ষ কোটি টাকা লাভ এমন কিছু ব্যাপার নয়।