শেষ আপডেট: 2nd December 2023 08:13
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মে মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন। ২০২০ সালে প্রধানমন্ত্রীর হাতেই এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পর ৩ বছরের মধ্যেই তার নির্মাণ কাজ সমাধা হয়েছিল। প্রায় ৬৫ হাজার বর্গমিটার জায়গা জুড়ে তৈরি বিশালাকার এই চারতলা সংসদ ভবন সহ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে মোট কত টাকা খরচ হয়েছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল জনমানসে। কিন্তু একাধিক আরটিআই সত্ত্বেও কিছুতেই নাকি সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না মোদী সরকার।
আরটিআই আইন, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে সরকারি সম্পত্তি নির্মাণে কত খরচ হয়েছে। সেই উত্তর দিতে বাধ্য সরকারও। কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে আগেও একাধিকবার এই সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এবার সংসদের শীতকালীন অধিবেশনে সেই অভিযোগ আরও বড় হয়ে উঠতে চলেছে বলে খবর।
জানা গেছে, অধুনা মুম্বই নিবাসী বাঙালি মনোরঞ্জন রায় নতুন সংসদ ভবন সহ সমগ্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণের খরচ জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে মামলা দায়ের করেছিলেন। শুধু ভবন তৈরিই নয়, তা সাজিয়ে গুছিয়ে তুলতে কত খরচ হয়েছে, তার খুঁটিনাটি জানতে চেয়েছিলেন মনোরঞ্জনবাবু। ভবনের মেঝেতে লাগানো মার্বেল পাথর, চেয়ার টেবিল, মাইক্রোফোন, ফুলদানি, পর্দা থেকে শুরু করে জনসাধারণের করের টাকায় তৈরি সমস্ত জিনিসের খরচের ইনভয়েস চেয়ে পাঠিয়েছিলেন তিনি।
কিন্তু মাস ঘুরে গেলেও এর উত্তর পাননি। নগরোন্নয়ন মন্ত্রক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিভাগ, কিংবা সিপিডব্লিউডি, এক দফতর থেকে অন্য দফতরে আরটিআই-এর চিঠি ঘুরেই চলেছে, কিন্তু আসল উত্তর মিলছে না। সে ব্যাপারে টালবাহানা বজায় রেখেছে লোকসভার সচিবালয়।
এই ইস্যুতেই এখন সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশনে সরকার পক্ষকে চেপে ধরার পরিকল্পনা করছি বিরোধীমহল। কিন্তু সূত্রের খবর, সরকার এবারেও সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়েই যাবে। আর তাই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে কোনও প্রশ্ন ঠাঁই পায়নি এবারের অধিবেশনে। এর মধ্যেই অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন ঘুষ কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ খারিজ করার পক্ষে সওয়াল করতে চলেছে গেরুয়া শিবির। সেখানে এই ইস্যুতে কথা বলার পাশাপাশি বিরোধীদের ঘাতিয়ার হিসেবে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বিষয়টিও উঠে আসে কিনা, সেটাই এখন দেখার।