শেষ আপডেট: 4th December 2023 11:22
দ্য ওয়াল ব্যুরো: রবিবার চার রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এদিন সংসদে ভবনে ঢোকার আগেই বিরোধীদের উদ্দেশে চরম খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদমাধ্যমে বিবৃতি দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সাম্প্রতিক নির্বাচনের ভিত্তিতে যদি বলি, তা হলে বলব বিরোধীদের কাছে এ হল স্বর্ণিম সুযোগ। ভোটে হেরে যাওয়ার রাগ সংসদে এসে ঢালবেন না। বরং ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে চলুন। গত ৯ বছর ধরে যেরকম নেতি নেতি করে গিয়েছেন, তা ছেড়ে ভাল কথা বলুন। তাতে হয়তো আপনাদের প্রতি মানুষের ধারণার পরিবর্তন হতে পারে”।
প্রধানমন্ত্রী আরও বলেন, “চার রাজ্যে ভোটের ফলাফল তাদের জন্য খুবই উৎসাহের যাঁরা জনকল্যাণের কাজ করেছেন।”
রবিবার চার রাজ্যের ভোট গণনায় দেখা গিয়েছে, হিন্দিবলয়ের তিনটি রাজ্যেই জিতেছে বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে। সেই সঙ্গে রাজস্থান ও ছত্তীসগড়ে ক্ষমতাসীন কংগ্রেসকে পরাস্ত করেছে।
এদিন লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বিজেপি সাংসদদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতই। লোকসভা ভোটের আগে তিন রাজ্যে এই বিপুল জয় সন্দেহাতীতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
ছত্তীসগড়, রাজস্থান ও তেলঙ্গনার মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই রাজ্যপালের কাছে তাঁদের ইস্তফা পত্র পেশ করেছেন। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সেই বালাই নেই।
বিজেপি সূত্রে বলা হচ্ছে, তিন রাজ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানকে এক একটি ইভেন্টে পরিণত করারই কৌশল নেওয়া হচ্ছে। যাতে সেই অনুষ্ঠান রাজনৈতিক ভাবে প্রভাব ফেলতে পারে গোটা দেশে।