শেষ আপডেট: 7th February 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রেড রোডের ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের উদ্দেশে বলেছিলেন, গোটা দেশে ৩০০ আসনে লড়ুক কংগ্রেস। চল্লিশটাও পার করতে পারবে না। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে রাজ্যসভায় কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসের উদ্দেশে বলেন, “আজ আমি একটা প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই”। মোদী যখন একথা বলছিলেন, তখন বিজেপি সাংসদরা হাসি হাসি মুখ করে বসেছিলেন। তাঁরা যেন আন্দাজ করতে পারছিলেন, কোনও গুগলি আসছে।
প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের দিকে তাকিয়ে বলেন,“পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা চল্লিশও পার করতে পারবেন না। আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেন চল্লিশটা (পড়ুন আসন) বাঁচাতে পারেন”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রসঙ্গ টেনে বিজেপি সেদিন থেকেই কংগ্রেসকে খোঁচা দিতে শুরু করেছিল। কারণ, কংগ্রেস ও তৃণমূল জাতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার সদস্য। সে ক্ষেত্রে একজন শরিক অন্যজনের সম্পর্কে এমন তীব্র কটাক্ষ করলে তা শাসকের অস্ত্র হয়ে ওঠা অনিবার্যই ছিল। হয়েছেও তাই। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বলেন, “আমার কথাই তো মিলে যাচ্ছে। আমি আগেই বলেছি মোদী-দিদি ব্যকরণ একই। তাই শব্দ-বাক্য সব মিলে যাচ্ছে।”
মমতার কথা তুলে কংগ্রেসকে খোঁচা#NarendraModi #MamataBanerjee #challenges #Congress #opposition #TheWallBangla pic.twitter.com/uun0fJMbvR
— The Wall (@TheWallTweets) February 7, 2024
রাজ্যসভায় মল্লিকার্জুন তাঁর ভাষণে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এবার চারশ পার করবে বিজেপি। এদিন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ওনার ইচ্ছা যেন পূরণ হয়। সেই সঙ্গে আমারও একটা প্রার্থনা রয়েছে।
এদিনের বক্তৃতার শুরু থেকে কংগ্রেসকে নিশানা করে নেন প্রধানমন্ত্রী। পরিবার তন্ত্র, ঔপনিবেশিকতার মনোভাব নিয়ে সাবেক জাতীয় দলের সমালোচনা করেন। সেই সঙ্গে বলেন, কংগ্রেসের যে পরিণতি হয়েছে তা আমার কথার জন্য হয়েছে এমন নয়। কংগ্রেস যে বীজ বপন করেছিল, এখন তারই ফল ভোগ করছে।
লোকসভা ভোটের আগে সংসদে এটাই সম্ভবত প্রধানমন্ত্রী মোদীর শেষ ভাষণ। তাই এদিনের কথা ও সুর পুরোটাই ছিল রাজনৈতিক। বলা যেতে একপ্রকার ভোটের প্রচারই এদিন সেরে ফেলেছেন নরেন্দ্র মোদী।