বেঞ্জামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 30th September 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়া এই মুহূর্তে তোলপাড়। ইজরায়েল লাগাতার হামলা করে চলেছে লেবাননে। পরপর এয়ারস্ট্রাইকে হিজবুল্লার শীর্ষ নেতাদের তাঁরা খতম করেছে বলেও দাবি। তবে আক্রমণ এখনও থামবে না বলে স্পষ্ট করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
'বিশ্বে কিন্তু সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই!' নেতানিয়াহুকে ফোনে এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী। কী কথা হয়েছে তাঁদের দুজনের মধ্যে তার সংক্ষিপ্ত বিবরণ তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে। মোদী লিখেছেন, ''ইজরায়েল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। এই মুহূর্তের পরিস্থিতি আর খারাপ হতে না দিয়ে পশ্চিম এশিয়ায় আটকে থাকা সমস্ত নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসাই লক্ষ্য হওয়া উচিত। যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে ভারত সর্বদা তৈরি।'' যদিও মোদীর সঙ্গে কথার পর ইজরায়েল নিজেদের নিয়ন্ত্রণ করবে কিনা তা স্পষ্ট নয়।
হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাতের পর থেকেই হিজবুল্লা গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে কার্যত 'যুদ্ধ' ঘোষণা করেছিল। পরপর হামলা চালায় তারা সে দেশে। এরই পাল্টা দিতে শুরু করেছে ইজরায়েল। ইতিমধ্যেই দেশের সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লার কোনও শীর্ষ নেতাই আর বেঁচে নেই। তাদের প্রধান হাসান নাসরাল্লাকেও তাঁরা খতম করেছে। কিন্তু নেতানইয়াহুর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, হিজবুল্লাকে গোঁড়া থেকে নিকেশ না করে তিনি দম ফেলবেন না। তাই হামলা থামানোর কোনও ইঙ্গিতই দেয়নি ইজরায়েল।
সোমবারই নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। তাতে ৩৫০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নতুন করে বেইরুটেও হামলা করেছে তাঁরা, যেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। হিজবুল্লা প্রধানের মৃত্যু পর কেউ কেউ ভেবেছিল যে হামলার গতি কমে আসবে। কিন্তু তা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'সিজফায়ার'-এর প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইজরায়েল। ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে গেছে তাঁরা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য ছিল, তাঁদের নাগরিকদের ১০০ শতাংশ সুরক্ষা দিতে তিনি যা খুশি করতে পারেন।