শেষ আপডেট: 10th June 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: রবিবার শপথ নিয়ে প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বারের জন্য দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
কৌতূহল ছিল, তৃতীয়বারে প্রধানমন্ত্রী হিসাবে কোন বিষয়ে প্রথম সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর টেবিলে রাখা গুচ্ছ ফাইলের এক নম্বরটি ছিল কিষাণ সম্মান নিধি প্রকল্প সম্পর্কিত। প্রধানমন্ত্রী ওই ফাইলে সই করায় দেশের নয় কোটি ৮০ লাখ কৃষকের অ্যাকাউন্টে এই প্রকল্পের ১৭তম কিস্তির টাকা অল্পদিনের মধ্যেই ঢুকে যাবে।
ফাইলে স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, আমার সরকার কৃষকদের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার নজির হিসাবেই আমি প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ফাইলে সই করেছি। আগামী দিনে আমার সরকার কৃষক কল্যাণে আরও অনেক পদক্ষেপ করবে।
বিজেপির একাংশের বক্তব্য, প্রধানমন্ত্রী প্রথমে কিষাণ সম্মান নিধির ফাইলে সই এবং তার কারণ ব্যাখ্যার মধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সম্পর্ক রয়েছে। বিজেপি এবার শুধু একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাই-ই নয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে অনেক আসন হারিয়েছে। দুই রাজ্যেই প্রাথমিক পর্যলোচনা রিপোর্টে দেখা গিয়েছে, কৃষকদের একাংশ পদ্ম থেকে মুখ সরিয়ে নিয়েছে। তিন বছর আগে হওয়া কৃষক আন্দোলনের রেশ এখনও বহাল আছে বটে। কিন্তু আন্দোলন তীব্রতর হওয়ার অব্যবহিত পড়ে অনুষ্ঠিত উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে তার কোনও প্রভাব পড়েনি। এবার সেই সব জায়গায় বিজেপির আসন হাতছাড়া হয়েছে।
মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী সেই কারণেই কিষাণ নিধি প্রকল্পের ফাইলে প্রথম সই করে কৃষক সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন। আগামী মাসে সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তখন আরও স্পষ্ট হবে কৃষকদের জন্য মোদীর তৃতীয় সরকারের ভাবনাচিন্তা কী।