আন্তর্জাতিক সিংহ দিবসে মোদীর বার্তা।
শেষ আপডেট: 10th August 2024 13:32
এদিন মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই রাজকীয় পশুকে সংরক্ষণ করার জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের আমি সাধুবাদ জানাই। দেশে সিংহ বসবাসের বড় অরণ্য হল গুজরাতের গির। গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা বেশ বাড়ছে। এটা ভাল খবর।'
On World Lion Day ????, I compliment all those working on Lion conservation and reiterate our commitment to protecting these majestic big cats. India, as we all know, is home to a large Lion population in Gir, Gujarat. Over the years, their numbers have increased significantly,… pic.twitter.com/PbnlhBlj71
— Narendra Modi (@narendramodi) August 10, 2024
প্রসঙ্গত, এই সংখ্যা বাড়া নিয়েও গিরে সমস্যা দেখা দিয়েছে অনেক দিন আগেই। এমনিতেই খাবারের সমস্যা, জঙ্গল কমে আসা তো রয়েইছে। তার উপরে, সমস্যা হল, গুজরাতের গির অভয়ারণ্যে প্রায় ৩০০টি সিংহ থাকতে পারে। কিন্তু সেখানে বর্তমান সিংহের সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। সংখ্যা বাড়ায় করিডর দিয়ে নতুন এলাকায় চলে যাচ্ছে সিংহরা। আর সেই সময়ই সিংহের মৃত্যু ঘটছে।
গত বছরে গির অরণ্যে সিংহদের অস্তিত্ব বিপন্ন, এই অভিযোগে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে। অভিযোগ করা হয়, গির অরণ্যে সিংহদের থাকার মতো উপযুক্ত পরিবেশ আর নেই। সিংহের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে, সেই অনুপাতে থাকার জায়গা নেই। এমনকী, কোনও বড় ধরনের মড়ক হলে পুরো প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়ও রয়েছে।
এই পরিস্থিতিতে শীঘ্রই নতুন ঘর পেতে চলেছে পশুরাজরা। ২০২৫ সালের শেষেই খুলে যাচ্ছে সেই ঘর। গুজরাতের গির থেকে কিছুটা দূরে গড়ে উঠছে সিংহদের আস্তানা। অনুমোদন দিয়েছে মোদী সরকার। প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে লায়ন কনজারভেশন সোসাইটি ও গুজরাত বন দফতরের উপর।
এমনই আবহে আন্তর্জাতিক সিংহ দিবসে শুভেচ্ছা জানালেন মোদী, দেশের সিংহের সংখ্যা বাড়া নিয়ে খুশিও প্রকাশ করলেন।