শেষ আপডেট: 9th June 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সাজো সাজো রব দিল্লিজুড়ে। শপথ নেওয়ার আগে রবিবার সকালে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন মোদী। পাশাপাশি মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
রবিবার সকালে নরেন্দ্র মোদীকে দেখা যায় রাজঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ ‘সদৈব অটল’-এও সম্মান প্রদর্শন করেন মোদী। জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও গেছিলেন তিনি। নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন রাজনাথ সিংও।
Paid tributes to Bapu at Rajghat. We are greatly inspired by his unwavering commitment to service and social welfare. His thoughts continue to guide us in building a better society. pic.twitter.com/FtPleJCfrw
— Narendra Modi (@narendramodi) June 9, 2024
এবার শপথগ্রহণের অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে হচ্ছে না। এবারই প্রথম 'কর্তব্য পথ'-এ হতে চলেছে এই অনুষ্ঠান। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন রাষ্ট্রপতির কাছে শপথ নিতে পারেন কয়েকজন মন্ত্রীও। সেই তালিকায় শরিকদলের কারা কারা রয়েছেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে। রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Paid homage to Atal Ji at Sadaiv Atal. His visionary leadership and commitment to progress greatly benefitted our nation. His words and actions continue to inspire us in our pursuit of all round development. He remains a guiding light for us all. pic.twitter.com/mCYJA0gh4r
— Narendra Modi (@narendramodi) June 9, 2024
এদিন সন্ধের শপথগ্রহণ অনুষ্ঠানে সাত দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকতে চলেছেন। তারা হলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু, ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ উপস্থিত থাকতে পারেন।
রবিবারের এই মেগা ইভেন্টের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ থেকে নিরাপত্তারক্ষীরা। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রাজধানীকে। পুলিশ ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরা রবিবারের শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আছেন।