দুর্ঘটনার পরই গুজরাত সরকারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের। গুজরাতের মুখ্যমন্ত্রী, ডিজির সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁকে ইতিমধ্যেই আমদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।
গ্রফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 12 June 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi on Air India Plane Crash)। কিছুক্ষণের মধ্যেই আমদাবাদে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এদিকে তাঁর নির্দেশে ইতিমধ্যেই অমিত শাহ (Amit Shah) ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।
এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, 'আহমেদাবাদের এই দুর্ঘটনায় আমি দুঃখিত। এটি এমন একটি ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি নিয়মিত যোগাযোগ রাখছি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, যাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ও উপযুক্ত সহায়তা পৌঁছে দেওয়া যায়।
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2025
জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গুজরাত সরকারের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের। গুজরাতের মুখ্যমন্ত্রী, ডিজির সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তাঁকে ইতিমধ্যেই আমদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে যাবেন বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আজ আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, মিডিয়া রিপোর্টগুলি বলছে যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে তাঁদের জন্য প্রার্থনা করছি।'
Ahmedabad Plane Crash: Air India plane crashes near Ahmedabad Airport#Ahmedabad #PlaneCrash #BreakingNews #AirIndiaPlaneCrash pic.twitter.com/1p7iestWTh
— The Wall (@TheWallTweets) June 12, 2025
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই দুর্ঘটনা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ঘটনায় যারা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনা নিয়ে ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি।' এছাড়াও, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী-সহ অনেকেই এই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১.১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়, উড়ানের সময় বিমানের পিছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে গাছের। এরপরই ভয়াবহ দুর্ঘটনা। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান যাত্রী। বিমানে মোট ১১ জন শিশু থাকার খবরও পাওয়া গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু হয়েছে। দ্রুত গতিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ, দমকল ও উদ্ধারকারী দল।