বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর
শেষ আপডেট: 15th September 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার একসঙ্গে ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে দেশবাসীকে উৎসবের উপহার দিলেন প্রধানমন্ত্রী।
এদিন তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হলেও বাংলার ভাগ্যে জুটেছে ৩টি। জানা গিয়েছে, এর মধ্যে হাওড়া থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস যাবে ওড়িশার রাউরকেল্লায়, আরেকটি যাবে বিহারের ভাগলপুরে এবং অপরটি বিহারের গয়া পর্যন্ত যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাকি তিনটি ট্রেন টাটানগর-পাটনা, ব্রহ্মপুর-টাটানগর ও দেওঘর-বারাণসী রুটে যাতায়াত করবে।
টাটানগর থেকে ট্রেনগুলি উদ্বোধনের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে আসতে পারেননি প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন ঝাড়খণ্ডেও রোড শোয়ের কথা ছিল মোদীর। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করতে হয় প্রধানমন্ত্রীকে।
রবিবার হাওড়া থেকে রাউরকেল্লাগামী নতুন বন্দে ভারতের উদ্বোধন উদ্বোধন উপলক্ষ্যে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে আসানসোলে গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।
রবিবার থেকে চালু হওয়া হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ৬ টায়। রাউরকেল্লায় পৌঁছবে বেলা ১১টা ৫০ মিনিটে। সেখান থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে হাওড়া আসবে সন্ধে ৭টা ৪০ মিনিটে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই চলবে ট্রেনটি।
অন্যদিকে হাওড়া-গয়া বন্দে ভারত ১৮ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, গয়ায় পৌঁছবে বেলা ১২টা ৩০ মিনিটে। পাশাপাশি হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ভাগলপুরে পৌঁছবে দুপুর ২টো ৫ মিনিটে।