শেষ আপডেট: 1st March 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠক শুরুই হয়েছিল রাত সাড়ে দশটায়। চলে রাত আড়াইটা পর্যন্ত।
বৃহস্পতিবার বিজেপির জাতীয় নির্বাচন কমিটির পূর্ব নির্ধারিত এই বৈঠকে লোকসভার ১৬৫টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চলতি সপ্তাহেই প্রথম তালিকা ঘোষণা করে দেবে পদ্ম শিবির।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও উত্তর প্রদেশ, হরিয়ানা, গোয়া, গুজরাতের বিজেপি মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
গভীর রাতে দলীয় বৈঠক কংগ্রেসে পুরনো কালচার। অন্যদিকে, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিদের সময় পর্যন্ত বিজেপিতে এই কালচার খুব একটা ছিল না। মোদী-শাহের সময়ে বেশি রাত পর্যন্ত দলীয় বৈঠকের সংস্কৃতি চালু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাত দেড়টা-দুটোতেও পার্টির লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী গভীর রাত পর্যন্ত ফোনে নেতা, অফিসারদের সঙ্গে আলোচনা সেরে ঘুমোতে যান। সম্প্রতি মোদী বলেছেন, দিনে তিনি তিন-সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বালিশে মাথা রাখলেই ঘুম চলে আসে তাঁর।
বিজেপির নির্বাচন কমিটি ও সংসদীয় দলের বৃহস্পতিবারের বৈঠকটি হওয়ার কথা ছিল বিকালে। কিন্তু প্রধানমন্ত্রী সময় বের করতে পারছিলেন না। শেষে ঠিক হয়, ডিনারের পর বৈঠক শুরু হবে।
বিজেপি ঠিক করেছে, ১০ মার্চের মধ্যে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে দেবে। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল, কংগ্রেস-সহ অন্য দলগুলি থেকে আসা নেতাদের প্রার্থী করার মানদণ্ড। ঠিক হয়েছে, বিরোধী দল ভাঙাতে উৎসাহ দিতে দলবদলুদের অনেককেই এবার টিকিট দেওয়া হবে। তবে, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই দল প্রার্থী করবে। কারণ, প্রধানমন্ত্রী এবার দুর্নীতিকেই বিরোধী দলগুলির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার করতে চলেছে।