শেষ আপডেট: 7th February 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী। তিনি সংসদে নেই। এই অবসরে কংগ্রেস নেতাকে বুধবার তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ প্রস্তাব নিয়ে রাজ্যসভায় বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন,“কংগ্রেস পার্টির যুবরাজকে স্টার্ট আপ করে বাজারে ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো নন স্টার্টার।” মোদীর মুখে এটুকু শুনেই হাসতে শুরু করে দেন বিজেপি সাংসদ-মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর কথায় দৃশ্যত আমোদিত হন সভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও।
প্রধানমন্ত্রী রাহুলের নাম না নিয়ে বলেন, ‘ও লঞ্চও হচ্ছে না লিফ্টও করা যাচ্ছে।’ এ কথা বলে ফের হেসে ফেলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলেরা নেতার সম্পর্কে প্রধানমন্ত্রীর এ ধরনের চটুল মন্তব্য কতটা রুচিশীল তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা বলেন, উনি এ ধরনের ক্যারিকেচার করতে অভ্যস্ত। এ নতুন কিছু নয়।
গত সোমবার লোকসভায় বক্তৃতাতেও রাহুল গান্ধীর উদ্দেশে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “একই প্রোডাক্ট বার বার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা লাগার উপক্রম হয়েছে।”
এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী সেই আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি বলেন, কংগ্রেস পুরনো ধ্যানধারণা আঁকড়ে বসে আছে। নিজেদের কাজও অন্যদের দিয়ে করা হচ্ছে। এতটা নিচে নেমে গেছে যে দেখে আমাদেরই সহানুভূতি হচ্ছে।
তাঁর কথায়, “ক্ষমতার জন্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থার গলা টিপে ধরেছিল কংগ্রেস। নির্বাচিত সরকারকে ফেলে দিতেও ওরা কুণ্ঠাবোধ করেনি। ওরা দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, জনজাতি সবার বিরুদ্ধে। বাবা সাহেব আম্বেদকর না থাকলে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ ব্যবস্থাও চালু করতে দিত না কংগ্রেস।”
রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকেও এদিন কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন খাড়্গে। এদিন মোদী বলেন, উনি এত কথা বলার স্বাধীনতা কোথায় পেলেন তা দেখে বিষ্মিত হয়ে গেছিলাম। পরে দেখলাম এখানে দুই কম্যান্ডো থাকেন তাঁরা তখন ছিলেন না। কোনও আম্পায়ার না থাকায় চার-ছয় মেরে গিয়েছেন খাড়্গেজি।
কম্যান্ডো বলতে সম্ভবত গান্ধী পরিবারের আস্থাভাজন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, দ্বিগ্বিজয় সিংয়ের কথা বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী।