Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনাWTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম শেষ কলটাই ছিল 'মে ডে, মে ডে', তারপরই সব শেষ, জানাল বিমান পরিবহণ মন্ত্রক
Narendra Modi

Narendra Modi: ১০৩ অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী, তালিকায় বাংলার তিন

আজ ২২ মে, ঠিক একমাস আগে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা (Pahalgam Terror Attack)। এদিন রাজস্থানে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ শোনা যায় নরেন্দ্র মোদীর মুখে। 

Narendra Modi: ১০৩ অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী, তালিকায় বাংলার তিন

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 22 May 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: বিকানের সফরে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তালিকায় রয়েছে বাংলার তিনটি স্টেশন। এদিকে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের পর প্রথমবার রাজস্থানে প্রধানমন্ত্রী। পহেলগামের হত্যাকাণ্ড (Pahalgam Attack) নিয়েও কথা বলেন তিনি।

পশ্চিম বর্ধমানের পানাগড়, উত্তর চব্বিশ পরগনার কল্যাণী-ঘোষপাড়া, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়- ১০৩ টি অমৃত ভারত স্টেশনের তালিকায় জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের এই তিন স্টেশন। রাজস্থান সফর থেকেই ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদী  একে একে পরিসংখ্যান তুলে বলেন, 'গত ১১ বছরে রেল পরিষেবায় অভূতপূর্ব গতি এসেছে। দেশে এখন ৭০ টি রুটে বন্দে ভারত চলছে। ১ হাজার ৩০০-র বেশি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। শতাধিক অমৃত ভারত স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়েছে। ৩৪ হাজারের বেশি নতুন রেলট্র্যাক তৈরি হয়েছে। বুলেট ট্রেন প্রজেক্টের কাজ চলছে।' এছাড়াও উত্তর ভারতের চেনাব ব্রিজ, পশ্চিমে অটল সেতু, দক্ষিণে পামবান সেতু নজর কাড়বে, বিশ্বাস প্রধানমন্ত্রীর।

আজ ২২ মে, ঠিক একমাস আগে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা (Pahalgam Terror Attack)। এদিন রাজস্থানে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ শোনা যায় নরেন্দ্র মোদীর মুখে। তিনি বলেন, '২২ এপ্রিল বেছে বেছে খুন করা হয়েছে। পহেলগামে সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত। সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সংকল্প নিয়েছিলাম। দেশবাসীদের আশীর্বাদে সংকল্প পূরণ হয়েছে। কেন্দ্র তিন বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল। ভারতীয় সেনার চক্রব্যুহে নাস্তানাবুদ পাকিস্তান। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) পাকিস্তানকে ভারতের রুদ্ররূপ দেখিয়েছে। সিঁদুর বারুদে পরিণত হলে কী হয়, দেখেছে শত্রুরা। ২২-এর হামলার জবাব ২২ মিনিটে দিয়েছি।    

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই সীমান্তে কড়া নজরদারি। ভারতের প্রত্যাঘাতের পর পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান।  জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান-সহ সীমান্তের নিকটবর্তী এলাকার বিভিন্ন অংশে ব্ল্যাক আউট করে দেওয়া হত। পাক ড্রোন হামলা ব্যর্থ করেছে ভারত। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি জারি হয়। তবে সেই লঙ্ঘন করেই জয়সলমীর-সহ রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। বর্তমানে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। সেই রাজস্থানেই প্রধানমন্ত্রীর সভা, ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারত যে দমে থাকবে না তা পাকিস্তানকে বুঝিয়ে দিতে চান নরেন্দ্র মোদী।  

আগামী সপ্তাহেই এরাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে। এই সময় মোদীর বঙ্গসফর ঘিরে কৌতূহল বাড়ছে। সূত্রে খবর, সেইসময় বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পের সূচনা করতে পারেন তিনি। 
 


ভিডিও স্টোরি