শেষ আপডেট: 8th November 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: ৩৭০ ধারাকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীর বিধানসভায় পরপর তিনদিন ঝামেলা হয়েছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের ঘোষণা করে। নির্বাচনের পর জম্মু-কাশ্মীর বিধানসভার অধিবেশন শুরু হলে তার বিরোধিতায় একটি প্রস্তাব আনা হয়েছে। যা নিয়েই উত্তেজনা। এবার এই বিষয়ে মুখ খুলে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ফের ষড়যন্ত্র করা শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কটাক্ষ করেছেন বিরোধী শিবিরকে।
মহারাষ্ট্রের ঢুলেতে নির্বাচনী প্রচারে গেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, ৩৭০ ধারা নিয়ে যে বিরোধ চলছে তা আসলে একটা বড় ষড়যন্ত্র। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স মিলিতভাবে উপত্যকার মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অমিত শাহ আবার স্পষ্ট দাবি করেছেন, বিরোধীদের চার প্রজন্মও ৩৭০ ধারা ফেরাতে পারবে না জম্মু-কাশ্মীরে।
গত বুধবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগের ব্যাপারে একটি প্রস্তাব আনা হয়। তা নিয়ে প্রথম দিনেই সভা উত্তাল হয়ে ওঠে। একই কারণে বৃহস্পতিবার এবং শুক্রবারও উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় জম্ম-কাশ্মীর বিধানসভায়। মোদীর বক্তব্য, ''জম্মু-কাশ্মীরে আবার সরকার গড়ার সুযোগ পেয়েই নিজেদের আসল চরিত্র দেখাচ্ছে কংগ্রেস-এনসি। উপত্যকার মানুষতে প্রতারিত করতে চায় তাঁরা। কিন্তু গোটা দেশ তাঁদের এই ষড়যন্ত্রের কথা বুঝে গেছে।''
৩৭০ ধারা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় রয়েছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বিধানসভা কক্ষের মধ্যে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে ব্যানার-পোস্টার দেখানো হচ্ছে। মানুষ কি এসব মেনে নেবে, প্রশ্ন তোলেন মোদী।
বিরোধীদের আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, জম্মু-কাশ্মীর বিধানসভায় যা হয়েছে তা দেখে গোটা দেশ লজ্জিত। কিন্তু কেউ যেন ভেঙে না পড়েন। বিজেপি সরকার তা আর ফেরত আসতে দেবেন না, এমনই হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক এবং ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ প্রথম এই ৩৭০ ধারা নিয়ে একটি ব্যানার তুলে ধরেছিলেন বিধানসভা কক্ষে। তা নিয়ে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা সুনীল শর্মা। তখনই একপক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে তেড়ে আসে।