শেষ আপডেট: 14th September 2024 22:21
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস নেতাদের থেকে সাবধান।
আমেরিকা সফররত রাহুল গান্ধীকে নিয়ে প্রকাশিত একটি খবরকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী শনিবার জম্মু-কাশ্মীরের ডোডা ও হরিয়ানার কুরুক্ষেত্রে বিরোধী দলনেতা ও কংগ্রেসকে একহাত নেন। রাহুলের এবারের আমেরিকা সফরে তাঁর সঙ্গী হয়েছে বেশ কয়েকটি ভারতীয় টিভি চ্যানেল। একটি টিভি চ্যানেলের সাংবাদিক অভিযোগ করেছেন রাহুলের ছায়াসঙ্গী কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক সেলের প্রধান সাম পিত্রোদার একটি সাক্ষাৎকার বিরোধী দলনেতার নিরাপত্তা রক্ষী এবং ভিডিও টিমের সদস্যরা ক্যামেরা কেড়ে নিয়ে নষ্ট করে দিয়েছে।
ওই সাংবাদিকের অভিযোগ, সাক্ষাৎকারে সাম সব প্রশ্নের ঠিকঠাক জবাব দেন। কিন্তু তাল কাটে যখন তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে রাহুল গান্ধী কেন কোনও প্রতিক্রিয়া দিলেন না। তিনি তো বিরোধী দলনেতা। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সাম অস্বস্তিতে পড়ে যান। উত্তর এড়িয়ে যান।
সাংবাদিকের অভিযোগ, বিষয়টি টিম রাহুল জানতে পারে। সম্ভবত সাম তাঁদের বিষয়টি জানান। টিম রাহুল অর্থাৎ তাঁর রক্ষী ও ভিডিও টিম সঙ্গে সঙ্গে সেই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে গোটা ইন্টারভিউ ডিলিট করে দেয়।
প্রধানমন্ত্রী শনিবার জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোটের প্রচারে যান। সেখানে ভাষণে বলেন, আমেরিকায় কী হয়েছে আমি কাগজে পড়েছি। আমি এই ঘটনার নিন্দা করছি এবং সাংবাদিক বন্ধুদের বলছি কংগ্রেসের নেতাদের থেকে সাবধানে থাকবেন। প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। পদ্ম শিবিরের বক্তব্য, রাহুল আমেরিকায় গিয়ে বলছেন ভারতে সাংবাদিকদের স্বাধীনতা নেই। আর তাঁর লোকেরাই সাংবাদিকের প্রতি এমন ব্যবহার করেছে।
মার্কিন সফরে এবারও রাহুল দেশে গণতন্ত্রহীনতা নিয়ে সরব হয়েছেন। নির্বাচনী ভাষণে মোদী বলেন, কংগ্রেসের মুখে গণতন্ত্র নিয়ে বড় বড় কথা মানায় না। এই দলই গণতন্ত্রকে ধ্বংস করেছে।