পাকিস্তানির প্রতি অদম্য প্রেম? নাকি গোপনে চরবৃত্তি!
সুনীতা ভোলেশ্বর জামগাডে।
শেষ আপডেট: 28 May 2025 06:41
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানির প্রতি অদম্য প্রেম? নাকি গোপনে চরবৃত্তি! ফের গুপ্তচর বৃত্তির রহস্য ঘনিয়ে উঠেছে মহারাষ্ট্রের নাগপুরের ৪৩ বছরের এক মহিলার নিয়ন্ত্রণ রেখা ডিঙিয়ে ওপারে চলে যাওয়া নিয়ে। পাকিস্তান সীমান্তরক্ষীরা তাঁকে ভারতের হাতে ফেরত দিলেও সুনীতা ভোলেশ্বর জামগাডে নামে ওই মহিলাকে গ্রেফতার করতে পারে নাগপুর পুলিশ।
গত শনিবার পাকিস্তান কর্তৃপক্ষ সুনীতাকে আট্টারি সীমান্ত দিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেয়। অভিযোগ, সুনীতা সীমান্ত ডিঙিয়ে ওপারে ঢুকে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কিছু না মেলায় পাকিস্তান ফেরত পাঠিয়ে দেয় ভারতে। তারপরই রবিবার রাতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগে সুনীতাকে অভিযুক্ত করা হয়।
অমৃতসর গ্রামীণ পুলিশ তাঁর বিরুদ্ধে একটি ‘জিরো এফআইআর’ দায়ের করে। এবং তাঁকে নাগপুরের কপিল নগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোমবার রাতে। প্রাক্তন নার্স সুনীতাকে গতকাল, মঙ্গলবার রাতেই বিশাল প্রহরায় নাগপুরে নিয়ে আসা হয়। দুই মহিলা কনস্টেবল সহ চারজন পুলিশ কর্মী তাঁকে শহরে নিয়ে এলেও সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর মুক্তির বিলম্বের কারণ মনে করা হচ্ছে যে, নাগপুর পুলিশ গ্রেফতার করে হেফাজতে নিতে পারে সুনীতাকে।
সুনীতার রহস্যজনক গতিবিধির সূত্রপাত গত ১৪ মে। ১৫ বছরের ছেলেকে নিয়ে সুনীতা কাশ্মীরের কারগিলের কাছে একটি ছোট্ট গ্রাম হান্ডারমানে পৌঁছে যান। সেখানে হোটেলে ছেলেকে রেখে দিয়ে তিনি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে চলে যান। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বিপদসঙ্কুল, পাহাড়ি ঘন জঙ্গল পেরিয়ে তাঁর ওপারে যাওয়ার কারণ ছিল জুলফিকার নামে একজনের সঙ্গে দেখা করা। জুলফিকার এবং এক মেষপালকের সঙ্গে সুনীতার পরিচয় ও যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ায়।
নিরাপত্তা কর্মীরা সুনীতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সমস্ত চ্যাট উদ্ধার করছে। যাতে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। বেশিরভাগই ব্যক্তিগত গোপনতম কথাবার্তা। গোয়েন্দাদের সন্দেহের কারণ, ওপারে ধরা পড়ার পর সুনীতাকে পাকিস্তানি সেনারা কারগিলের ওপাশ থেকে প্রায় ৭০০ কিমি দূরে নিয়ে চলে গিয়েছিল। এবং সেখানে তাদের হেফাজতে ছিল প্রায় ৯ দিন। সুনীতা অবশ্য এই প্রথমবার নয়, গত মার্চ মাসেও তিনি আট্টারিতে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু, সেবারেও তাঁকে ফেরত পাঠানো হয়।